সহশিল্পী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে পুরোনো ঝামেলা ছিল ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতু কমলের। সেবার মিটে গেলেও এবার বুঝি আর মিটছে না! তেমনই আভাস মিলল অভিনেতার ইনস্টাগ্রাম স্টোরিতে।
জিতু তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ধন্যবাদ, দারুণ অভিজ্ঞতার জন্য। কিন্তু এটা তোমার জয় নয়, বরং তোমার অভিশপ্ত জীবনের শুরু। তিনি আরও লেখেন, মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে
সমস্যা শুরু হয় দিতিপ্রিয়ার নির্ধারিত কলটাইমের পরে নাকি সেটে আসা নিয়ে। জিতু রেডি হয়ে অপেক্ষা করছিলেন, তাতেই বিরক্ত হন অভিনেতা। একটা সময় পরে সেট থেকে বেরিয়েও যান। সেখান থেকেই নতুন করে গন্ডগোলের সূত্রপাত।
এর আগেও একবার জিতু-দিতিপ্রিয়ার কলহ প্রকাশ্যে এসেছিল। জিতুর নম্বরসহ হোয়্যাটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া। তবে তাদের সেই সমস্যা পরে মিটে গিয়েছিল।
শোনা যাচ্ছে, দিতিপ্রিয়ার সঙ্গে সংঘাতের জেরে ‘চিরদিনই তুমি যে আমার’ ছেড়ে দিয়েছেন জিতু। অভিনেতার ইনস্টাগ্রাম স্টোরিও সেদিকেই ইঙ্গিত করছে। গত সোমবার দুজনকে নিয়ে মিটিংয়ে বসেও সুরাহা করতে পারেননি প্রযোজক শ্রীকান্ত মোহতা। বিশেষ সূত্রের খবর, সেই মিটিংয়ের পরেই ধারাবাহিকটি ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেতা।
যদিও বিষয়টি নিয়ে জিতু কমল এখনো মুখ খোলেননি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিডি প্রতিদিন/কেএইচটি