বিশ্বখ্যাত গায়িকা টেলর সুইফট ও কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসে বাগ্দানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথভাবে দেওয়া পোস্টে তাঁরা মজার ছলে লিখেছেন— “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।” সঙ্গে ছিল কেলসের সুইফটকে প্রস্তাব দেওয়ার কয়েকটি ছবি।
ঘোষণার পরপরই ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় ইনস্টাগ্রাম। পোস্টটি মাত্র ২০ মিনিটে ১৮ লাখের বেশি লাইক পায়। এমনকি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফুটবল লিগ এনএফএল থেকেও অভিনন্দন জানানো হয় এই তারকা জুটিকে।
দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালে গায়িকার অ্যারোহেড স্টেডিয়ামে পারফরম্যান্সের পর তাঁদের সম্পর্ক শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে আসলে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়ালেও সেই বছরের ডিসেম্বরে সুইফট নিজেই সম্পর্কের সত্যতা স্বীকার করেন। বর্তমানে ভক্তরা অপেক্ষায় আছেন সুইফটের নতুন অ্যালবামের জন্য। চলতি মাসের শুরুতে তিনি ঘোষণা দেন তাঁর ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ আগামী ৩ অক্টোবর মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/আশিক