প্রেক্ষাগৃহে মুক্তির পর কোনো ওটিটি প্ল্যাটফর্মে নয়, বরং সরাসরি ইউটিউবে মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। আগেই অভিনেতা জানিয়েছিলেন, ছবিটি তিনি ইউটিউবে রিলিজ করবেন। সেই অনুযায়ী ১ আগস্ট থেকে মাত্র ১০০ রুপির বিনিময়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সিনেমাটি দেখতে পাচ্ছেন।
তবে মুক্তির কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, অ্যাপল আইফোন ব্যবহারকারীদের সিনেমাটি দেখতে দিতে হচ্ছে ১৭৯ রুপি। বিষয়টি জানাজানি হতেই আমির খান প্রোডাকশন হাউজ একটি পোস্ট করে সবার কাছে ক্ষমা চেয়েছে।
পোস্টে লেখা হয়— “আমরা ক্ষমাপ্রার্থী। এই মুহূর্তে জানতে পেরেছি, আমাদের ছবি ‘সিতারে জামিন পার’ আইফোন ব্যবহারকারীদের ১৭৯ রুপির বিনিময়ে দেখতে হচ্ছে। যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।”
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আইফোন অ্যাপের মাধ্যমে কেনাকাটায় অতিরিক্ত চার্জ যুক্ত হওয়ায় এই দাম বৃদ্ধি হয়ে থাকে। তাই বিষয়টি প্রোডাকশন হাউজের নিয়ন্ত্রণের বাইরে। নেটিজেনদের ধারণা, অ্যাপল ব্যবহারকারীরা চাইলে ব্রাউজার বা অন্য ডিভাইস ব্যবহার করে স্বল্পমূল্যে সিনেমাটি দেখতে পারেন।
বিডি প্রতিদিন/আশিক