বলিউডে যোগ হলো নতুন এক নাম—আহান পান্ডে। চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে এই স্টার কিড মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করলেন। আর প্রথম ছবিতেই যেন বাজিমাত!
অনীত পাড্ডার বিপরীতে অভিনীত ‘সাইয়ারা’ মুক্তির প্রথম দিনেই আয় করেছে ২০ কোটি রুপি। দ্বিতীয় দিনে সেই অঙ্ক গিয়ে ঠেকেছে ২৪ কোটিতে। অর্থাৎ মাত্র দুই দিনেই ছবিটির মোট আয় ছাড়িয়েছে ৪৫ কোটি রুপি!
এই আয় দিয়ে আহান পিছনে ফেলে দিয়েছেন এক ঝাঁক তারকাসন্তানকে, যারা বিগত বছরগুলোতে বলিউডে অভিষেক করেছিলেন। দেখে নেওয়া যাক কাদের ছাপিয়ে গেছেন তিনি—
টাইগার শ্রফ
২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন টাইগার। প্রথম দিনের আয় ছিল ৬.৫ কোটি রুপি।
সারা আলি খান
২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন সারা। ছবিটির প্রথম দিনের আয় ছিল ৫ কোটি রুপি।
জাহ্নবী কাপুর ও ঈশান খট্টর
‘সাইরাত’-এর হিন্দি রিমেক ‘ধড়ক’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। শুরুটা হয়েছিল ৭.১ কোটি রুপির আয় দিয়ে।
অনন্যা পান্ডে
২০১৯ সালে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার সঙ্গে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতে অভিষেক করেন তিনি। ছবিটির প্রথম দিনের আয় ছিল ১২ কোটির বেশি।
আহান শেঠি
সুনীল শেঠির ছেলে আহান ‘তড়প’ ছবির মাধ্যমে বলিউডে আসেন ২০২১ সালে। সে ছবির প্রথম দিনের আয় ছিল ৪ কোটির বেশি।
জুনায়েদ খান ও খুশি কাপুর
তাদের অভিষেক ছবি ‘লাভিয়াপ্পা’ প্রথম দিনেই আয় করে মাত্র ১.১৫ কোটি রুপি।
শানায়া কাপুর
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আঁখে কি গুস্তাখিয়াঁ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন শানায়া। প্রথম দিনের আয় ছিল মাত্র ৩৫ লাখ রুপি।
সব মিলিয়ে ‘সাইয়ারা’র সাফল্য আহান পান্ডের জন্য এক বিশাল আত্মপ্রকাশ। বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ ও বার্তা হয়ে রইল।
বিডি প্রতিদিন/আশিক