চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলা সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে ধানমন্ডির রাশিয়ান হাউজে দুই দিনব্যাপী বিশেষ আয়োজনের সূচনা হয় শনিবার বিকালে বহুল আলোচিত চলচ্চিত্র “জাগো হুয়া সাবেরা” প্রদর্শনের মাধ্যমে। এ জে কারদার পরিচালিত এই ছবিটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রথম স্বর্ণপদক অর্জন করেছিল।
“সেলিব্রেটিং সিনেমা” শীর্ষক এই উৎসবে আধুনিক প্রযুক্তির ব্যবহারে চলচ্চিত্র প্রদর্শনের অভিজ্ঞতা দিতে আয়োজনটি সাজানো হয়েছে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) ও ৭.১ সাউন্ড সিস্টেমে। দুই দিনে মোট সাতটি দেশি-বিদেশি চলচ্চিত্র দেখানো হবে, এর মধ্যে রয়েছে ফ্রম সুরমা (২০২৪, বাংলাদেশ), পেয়ারার সুবাস (২০২৩, বাংলাদেশ), আম কাঁঠালের ছুটি (২০২৩, বাংলাদেশ), ইউয়ান শাং (২০১৭, চীন), ভারগুয়েঞ্জা (২০২৪, মেক্সিকো-কাতার যৌথ প্রযোজনা) এবং আ সিজ ডায়েরি (২০২০, রাশিয়া)।
আয়োজনের অংশ হিসেবে থাকছে তিনটি মাস্টারক্লাসও। এর আগে সকালে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র সাংবাদিক ও গবেষক চিন্ময় মুৎসুদ্দি, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর সভাপতি জহিরুল ইসলাম কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন সংগঠনের আহ্বায়ক বিবেশ রায়, স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আহমেদ তেপান্তর।
১৯৯৫ সালের ২০ সেপ্টেম্বর প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রগ্রাহক ও শিক্ষক এম. এ. সামাদ কর্তৃক প্রতিষ্ঠিত সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিচর্চাকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। তিন দশক পূর্তিতে ক্লাবটি অতীতের ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি আধুনিক প্রজন্মের জন্য নতুন চলচ্চিত্রচর্চার দিগন্ত উন্মোচনে এগিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক