শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। শুধু ইতিহাসই নয়, ম্যাচ শেষে সতীর্থ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সাইফ হাসানকেও ভরসা ও প্রশংসার সুরে স্মরণ করলেন তিনি।
লিটন বলেন, “এশিয়া কাপের আগে কয়েকটি সিরিজে আমরা ভালো খেলেছিলাম এবং সহজেই রান তাড়া করেছি। সবাই জানে মুস্তাফিজ কতটা বিপজ্জনক। তখন মনে হচ্ছিল লঙ্কানরা হয়তো ১৯০ রান করবে, কিন্তু মুস্তাফিজের ১৯তম ওভার আর তাসকিনের শেষ ওভার পুরো খেলাটাই পাল্টে দেয়। সাইফের চরিত্র আমি জানি, সে রান তুলতে পারে এবং বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে। আমরা সবাই জানতাম সে সংযুক্ত আরব আমিরাতে ভালো করবে। এভাবে জয় পেলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে, তবে প্রতিটি ম্যাচই নতুন, তাই আমাদের ‘এ ধরণের গেম’ খেলতে হবে।”
এর আগে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও লিটন দাসের ৫৯ রানের জুটিতে চাপ সামলে নেয় দল। এই জুটিতে লিটন খেলেন ১৬ বলে ২৩ রানের ইনিংস, যা তাকে বাংলাদেশের ইতিহাসে নতুন উচ্চতায় তুলে দিয়েছে।
এই ২৩ রান করার মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তিনি ১২৯ ম্যাচে করেছিলেন ২৫৫১ রান। লিটনের বর্তমান সংগ্রহ ২৫৫৬ রান—১১৪ ম্যাচে ১১২ ইনিংসে। গড় ২৩.৮৮, হাফসেঞ্চুরি ১৫টি, স্ট্রাইক রেট ১২৬.৫৯ এবং সর্বোচ্চ স্কোর ৮৩।
প্রসঙ্গত, সাকিব ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। প্রায় ৩১ বছর বয়সী লিটনের সামনে এখনো বেশ কয়েক বছর খেলার সুযোগ রয়েছে। ফলে তিনি নিজের রেকর্ড নিজেই আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা রাখেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সামগ্রিক তালিকায় লিটনের অবস্থান ১৯তম। শীর্ষে রয়েছেন ভারতের রোহিত শর্মা, যার সংগ্রহ ৪২৩১ রান।
বিডি প্রতিদিন/আশিক