বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান পপ গায়ক নিক জোনাস বহুদিন ধরেই 'পাওয়ার কাপল' হিসেবে পরিচিত। বয়সের ব্যবধান নিয়ে নানা আলোচনা হলেও, দম্পতি বরাবরই পরস্পরের পাশে থেকেছেন, একে অপরকে সমর্থন দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল নিককে।
নিক জানিয়েছেন, তিনি প্রায়ই তাঁদের কন্যা মালতী মেরিকে বলেন 'তোমার মা আসলে একজন সন্ন্যাসিনী।' নিকের কথায়, প্রিয়াঙ্কা এমন একজন মানুষ যিনি কখনও ভুল কিছু করেন না, সবসময়ই সৎ ও নিঃস্বার্থ।
কন্যা মালতীকে কী শেখাতে চান এমন প্রশ্নে নিক বলেন, 'দয়ালু হলে কোনও দিন অনুতাপ করতে হবে না। এমনকি পিঠ দেওয়ালে ঠেকে গেলেও নয়। সব সময় দরজা খোলা রাখবে, যেন সকলেই এসে আশ্রয় নিতে পারে। যেন তাঁরা তোমার বাড়িতে থাকতে পারেন, খাবার পেতে পারেন।'
স্ত্রীর প্রশংসা করতে গিয়ে নিক বলেন, 'প্রিয়াঙ্কার মতো একজন সঙ্গী পাওয়া সত্যিই সৌভাগ্যের। ওর গুণাবলির জন্যই আমি একজন ভাল বাবা হয়ে উঠতে পেরেছি। আমি ওর পাশে হাঁটতে পেরে গর্বিত।'
প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে হয় ২০১৮ সালে। তারপর থেকে প্রিয়াঙ্কা পাকাপাকিভাবে বসবাস করছেন আমেরিকায়। তাঁদের দাম্পত্যজীবন ও পরিবার একাধিকবার শিরোনামে এসেছে ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার উদাহরণ হিসেবে।
বিডি প্রতিদিন/মুসা