ঢাকাসহ চার শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আগামী ১১ই এপ্রিল এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ঢাকায় কনসার্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও থাকছে একইরকম আয়োজন। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম ও খুলনায় স্টেডিয়ামে (নির্দিষ্ট নাম বলেননি মি. এ্যানি) কনসার্ট অনুষ্ঠিত হবে। বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠ কিংবা আজিজুল হক কলেজের মধ্যে কোনো একটি ভেন্যুতে কনসার্ট অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকার কনসার্টে থাকছেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, হায়দার হোসেন, মিলা ও প্রীতমসহ অনেক শিল্পী। চট্টগ্রামে থাকবে মাইলস, সোলস্, আর্ক, লালন, চিশতী বাউলসহ বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পী।
খুলনায় তাহসান, আসিফ, টুনটুন বাউল, ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস। আর বগুড়ায় আর্টসেল, মিজান, ভাইকিংস, হদয় খান, বেবি নাজনীনসহ স্থানীয় শিল্পীরা অংশ নেবেন কনসার্টে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু এবং সদস্যবৃন্দ আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, আতিকুর রহমান রুমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ।
বিডি-প্রতিদিন/শফিক