আফজাল হোসেনের সকালটা স্বাভাবিকভাবেই শুরু হয়, কিন্তু এবার একটি গান তার দিনের রং বদলে দিয়েছে। কোক স্টুডিও বাংলায় কিংবদন্তি শিল্পী রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গানটি শুনে এমনই সুন্দর অভিজ্ঞতা হওয়ার কথা বলেছেন এই কিংবদন্তি অভিনেতা। ‘মাস্ত কালান্দার’ গানটি শুনে আফজাল হোসেন বলেছেন, সকালটা সুন্দর হয়ে গেল। রোজ অপ্রয়োজনীয় বিষয়, ভুল ভাবনা ও মন্দ চর্চায় দিন কাটে আমাদের। রুনা লায়লাকে ‘একজন অসাধারণ শিল্পী’ হিসেবে বর্ণনা করে আফজাল বলেন, অল্প কথায় এটাই তার পুরো পরিচয়। সে পরিচয় এতটা বড় যে, শিল্পী পরিচয়ের আলোতে আলোকিত হতে পারে একটা পুরো দেশ। তিনি এমন একমাত্র শিল্পী, যিনি পাকিস্তান এবং ভারতের শ্রোতাদের কাছেও সমানভাবে জনপ্রিয় এবং সম্মানিত। এমন শিল্পীর বিষয়ে আমরা কতটুকু মনোযোগী? প্রশ্ন এ অভিনেতার। কিছুদিন আগে রুনা লায়লার জন্মদিন উদ্যাপন নিয়ে আফজাল হোসেন বলেন, দেশের টেলিভিশন স্টেশনগুলো যেভাবে বিশেষ আয়োজন করেছে, তা শুধু উৎসব নয় এটি শিল্পীকে শ্রদ্ধা জানানোর দায়িত্ববোধের নিদর্শন। তিনি বলেন, কোক স্টুডিওতে যেভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা হয়েছে, তা শুধু গান শোনা নয়, বরং তার প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন।