নচিকেতা মানেই একটু আলাদা কিছু। সেই নচিকেতা এবার গাইলেন ‘দখিনা বাতাস’, যা মূলত জীবন ও সম্পর্কের নানা রঙের চিত্রায়ণ। এই গানটিতে যেমন পাওয়া যাবে চিরায়ত নচিকেতাকে, তেমনি মিলবে এক নতুন সুরের ছোঁয়াও। গানটির সঙ্গে নির্মিত হয়েছে গল্পনির্ভর নান্দনিক এক ভিডিও, যা নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, জারা নূর ও আরাবি নোমান। গানটির কথা লিখেছেন সোহেল আলম। এর সুর ও সংগীত করেছেন ডাব্বু। গানটি নিয়ে নচিকেতা বলেন, ‘বেশ কয়েক মাস আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। আমি যেমন গান চাই, যেখানে কথার গভীরতা আর অনুভব থাকে-এই গানটি ঠিক তেমনই। তাই নিশ্চিতভাবেই আশা করি, গানটি সবার ভালো লাগবে।’ গানের কথার সঙ্গে মিল রেখে সিনেমাটিক দৃশ্যায়ন করার চেষ্টা করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ। তার ভাষ্য, ‘নচিকেতার গান বলেই নির্মাণে বাড়তি চাপ ছিল। সেই চাপ থেকেই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’