জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইজাজ, সাধারণ সম্পাদক ইমন মোল্লা এবং সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ছাত্রনেতা জুবায়েদ হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, ন্যায়বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল