কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা। খবর পেয়ে থানা পুলিশ উপজেলার শশীদল উত্তর এলাকার বাড়ির ছাদ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মো. কাউছার (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে গাঁজা রয়েছে মর্মে সংবাদ পাই। এসআই মেহেদী হাসান জুয়েল, এএসআই সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে অংশগ্রহণ করি। অভিযানে মেম্বারের বাড়ির পুকুরপাড়ের বাঁশঝাড় থেকে ৪০ কেজি এবং বাড়ির ছাদ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ছাদে প্লাস্টিক বিছিয়ে তার ওপরে গাঁজাগুলো শুকানো হচ্ছিল। পুলিশ আসার সংবাদে মেম্বার নুরুল ইসলাম আগেই পালিয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ সময় মো. কাউছার নামে একজনকে আটক করা হয়। তিনি উত্তর শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল