ভারতের সীতাপুরে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। দুই সন্তান রেখে দেবরের ছেলে অলোক মিশ্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দিল্লির বাসিন্দা পূজা মিশ্র। যখন অলোক আর সম্পর্ক এগিয়ে নিতে চাননি, পূজা থানার ভেতরে নিজের কবজি কেটে দেন।
পূজা মিশ্রের স্বামী ললিত কুমার মিশ্র, এবং তাদের দুই সন্তান ৭ ও ৬ বছর বয়সী। কাজকর্মে সাহায্য করার জন্য স্বামীর ভাইয়ের ছেলে অলোক মিশ্র পরিবারে আসেন। পরে পূজা অলোকের সঙ্গে ১৫ বছরের ছোট এই যুবকের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
মনোমালিন্যের কারণে অলোক নিজের বাড়ি ফিরে যান। বিষয় মীমাংসার জন্য পুলিশ দুজনকে থানায় ডাকে। সেখানে অলোক জানান তিনি আর পূজার সঙ্গে থাকতে চান না। তখন পূজা থানার ভেতরে কবজি কেটে নিজেকে আহত করেন।
উপস্থিত সবাই আতঙ্কিত হন। পূজাকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে লখনৌয়ে স্থানান্তর করা হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।
বিডি প্রতিদিন/আশিক