দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রূপ ও ফ্যাশন সেন্সের জুড়ি নেই। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সব সময়ই আলোচনায় থাকে। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনায়ও বারবার নিজেকে সেরা প্রমাণ করেছেন জয়া আহসান। সম্প্রতি তিনি তার সাবেক স্বামী ফয়সাল আহসানকে নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তার মতে, ‘আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ছোটো পর্দায় যখন আমার ক্যারিয়ার শুরু হয় তখন সে আমার পাশে থেকেছে। সে আমাকে শিখিয়েছে গুরুজনসহ জীবনের প্রত্যেকটি মানুষকে কীভাবে শ্রদ্ধা করতে হয়। বিচ্ছেদ হয়ে গেলেও আমরা দুজনই ম্যাচিউর মানুষ হিসেবে একে অপরকে শ্রদ্ধা করতে পারি।’ কেন নিজের নামের সঙ্গে এখনো আহসান রেখেছেন জয়া এই প্রশ্নের উত্তরে বলেন, ‘জয়া আহসান আসলে এখন একটি নাম নয় এটি একটি ব্র্যান্ড আর আমি লোক দেখানোর জন্য কোনো ড্রামা একদমই পছন্দ করি না। একটা মানুষের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলে আমি আমার রুট পরিবর্তন করে ফেলব এরকম উন্মাদ না আমি।’