ব্যাক টু ব্যাক জয়। ম্যানচেস্টার ইউনাইটেড কবে এমন টানা জয় উপহার দিয়েছে? ভাবতে গিয়ে গুলিয়ে ফেলাটাই স্বাভাবিক। প্রিমিয়ার লিগের ১৩ বারের শিরোপা জয়ী দলটি গত কয়েক সিজন ধরেই ধুঁকছে। ২০২৪-২৫ মৌসুমে ১৫তম স্থানে থেকে যাত্রা শেষ হয় তাদের। স্থান হয়নি চ্যাম্পিয়নস লিগেও।
সমস্যায় জর্জরিত দলটি কোচ পরিবর্তনের ঝুঁকি নেয়। এরিক টেন হাগের জায়গায় স্থলাভিষিক্ত করা হয় রুবেন আমোরিমকে। ব্রায়ান এমবেওমো ও মাথেউস কুনহার মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও দলে ভেড়ায়। তারপরও কোচের একগুয়ে সিদ্ধান্ত ও চ্যালেঞ্জ নিতে না পারার কারণে বারবারই হোঁচট খাচ্ছে ম্যান ইউনাইটেড।
২০২৫-২৬ মৌসুমের শুরুটাও ভুলে যাওয়ার মতো হয়েছিল রুবেন আমোরিমদের। তবে সবশেষ দুই ম্যাচে সান্ডারল্যান্ড ও লিভারপুলের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। অদ্ভুত ব্যাপার হলো, টানা দুই ম্যাচ জিততে ৩৫টি ম্যাচ অপেক্ষা করতে হয়েছে দ্য রেড ডেভিলসদের।
ঐতিহ্যবাহী একটি দল হিসেবে, এই অপেক্ষাকে লজ্জাজনক বললেন হ্যারি মাগুইর। গতকাল অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে দেওয়ার নায়ক এই ইংল্যান্ড সেন্টারব্যাক। ১-১ ব্যবধানে নিষ্পত্তিতে যাওয়া ম্যাচের ফল বদলে দেন তিনি।
ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক বলেন, ‘এটি সত্যিই লজ্জাজনক ব্যাপার। এটি এমন একটি পরিসংখ্যান, যার কথা আমরা আদৌ বলা উচিত না, কারণ এটি লজ্জাজনক।’
মাগুইর আরও বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচে ব্রাইটনের বিপক্ষেও জিততে হবে। কারণ আমাদের একটু বেশি ধারাবাহিকতা তৈরি করতে হবে। গত তিন বা চার বছর ধরে আমরা এমন একটি পারফরম্যান্স করে দেখিয়েছি এবং পরবর্তী ম্যাচে আবার নিচে চলে যাই।’
লিভারপুলের বিপক্ষে হ্যারি মাগুইরের গোলটি মৌসুমের প্রথম গোল। যদিও এর আগে একটি অ্যাসিস্ট ছিল ইংলিশ ডিফেন্ডারের।
বিডি প্রতিদিন/নাজিম