চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নতুন মৌসুমে যাত্রাটা শুরু করেছে একেবারে চ্যাম্পিয়নদের মতো। প্রথম ম্যাচে তারা গুঁড়িয়ে দেয় আতালান্তাকে। পরের ম্যাচে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে তাদের মাঠেই হারিয়ে আসে।
ওই ম্যাচে লুইস এনরিকে একাদশে পাননি উসমান দেম্বেলে, দুয়ে এবং দলনেতা মার্কিনিয়োসকে। পিএসজির ফ্রন্টলাইনের অনেক খেলোয়াড়ই তখন ইনজুরিতে ছিলেন। ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে শিরোপাধারীরা। জার্মান ক্লাবটির মাঠে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
তার আগে জোড়া সুসংবাদ পেয়েছেন পিএসজি ভক্তরা। আজ এক বিজ্ঞপ্তিতে ফরাসি জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, চোট কাটিয়ে দলে ফিরছেন ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। তার সঙ্গে প্রায় চার সপ্তাহ পর ফিরছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।
সোমবার, এই দুই তারকাকে রেখেই ২১ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন কয়েকজন চোটে আক্রান্ত খেলোয়াড়।
ফাবিয়ান রুইজ ও জোয়াও নেভেসের ফেরা হচ্ছে না বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচে। স্প্যানিশ মিডফিল্ডার রুইজ সর্বশেষ বার্সেলোনার বিপক্ষে খেলেছিলেন, সেই ম্যাচেই চোট পান। আর পর্তুগিজ মিডফিল্ডার নেভেস আগেই ইনজুরিতে ছিলেন। তার ফেরার কথা ছিল ২২ তারিখের ম্যাচে, কিন্তু তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
ম্যাচের আগে এনরিকে বলেন, ‘আমি জানি না চোটে পড়া খেলোয়াড়রা কবে ফিরবে। ক্লাব কখনোই ইনজুরিতে থাকা খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নেয় না। আমরা খেলোয়াড়দের স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন।’
৩৬ দলের নতুন চ্যাম্পিয়নস লিগ ফরম্যাটে প্রথম দুই রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। তাদের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ও পিএসজি তৃতীয় স্থানে।
বিডি প্রতিদিন/নাজিম