ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় লড়াই চলাকালে তাদের দুই সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন-মেজর ইয়ানিভ কুলা (২৬) ও স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াভেটজ (২১)। রবিবার একাধিক হামলার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে ইসরায়েলি সেনাবাহিনী।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই প্রথম ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা।
টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধবিমান, অন্যান্য আকাশযান ও আর্টিলারি হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, হামাসের ব্যবহৃত একটি সুড়ঙ্গকেও ১২০টি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যদিকে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফাহ অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই।
বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘রাফাহ এলাকায় কোনো সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানা নেই। ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ‘রেড জোন’, এবং সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন।’
ইসরায়েলি বাহিনী রাফাহে হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে হামাস তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, “আইডিএফ যুদ্ধবিরতি চুক্তি রক্ষা করতে বদ্ধপরিকর, তবে এর যেকোনো লঙ্ঘনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।”
সূত্র: আরব নিউজ, টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/নাজিম