জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নয়ন, দিনাজপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহান, পৌর ছাত্রদলের কারা নির্যাতিত সদস্য রাহিক সরকার রাইট, সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মুনতাসির মিনারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুবায়েদ হোসেন ছিলেন ছাত্র রাজনীতিতে আদর্শবান, মেধাবী ও সাহসী নেতা। তাঁর হত্যার মাধ্যমে গণতন্ত্রবিরোধী শক্তি আবারও প্রমাণ করেছে যে তারা ভিন্নমতকে দমন করতে চায়। দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত সারা দেশের ছাত্রদল রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে।”
বিডি প্রতিদিন/হিমেল