আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার মন ভালো নেই। কারণ চলচ্চিত্রে তার সময়ে আসা তারকা এবং নির্মাতারা অনেকে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন আবার কেউবা অসুস্থ অবস্থায় আছেন। সম্প্রতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অসুস্থ হয়ে পড়লে ববিতা কষ্টে মুষড়ে পড়েন। তিনি বলেন, ১৯৭৭ সালে আমার সঙ্গে জুটি বেঁধে সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ ছবি দিয়ে চিত্রজগতে কাঞ্চনের যাত্রা শুরু হয়। প্রথম ছবিতেই তিনি তার অভিনয়ের জাত চিনিয়েছিলেন। দর্শক তাকে সাদরে গ্রহণ করেছিলেন এবং দক্ষ অভিনয় দিয়ে তিনি অল্প সময়ে তার ফিল্মি ক্যারিয়ারেও সুপারস্টার তকমা পেয়ে যান। আমার সঙ্গে ‘সাক্ষী’, ‘সুন্দরী’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন। তার দীর্ঘ অভিনয় জীবনে তিনি শুধু অভিনয় দিয়েই দর্শক নজর কাড়েননি, নির্মাণেও সফলতা দেখিয়েছেন। তার ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আজ হঠাৎ করে তিনি এমন অসুস্থ পড়েছেন যা শুনে আমি ঠিক কী করব বুঝে উঠতে পারছি না। এর আগে রাজ্জাক ভাই, ফারুক ভাই, বুলবুল আহমেদ ভাই, জাফর ইকবাল ভাই, জসিম ভাই, মান্না ভাইসহ আমার অনেক সহকর্মী পৃথিবী ছেড়ে চলে গেছেন। বরেণ্য নির্মাতারাও প্রায় সবাই চলে গেছেন। বলতে গেলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন একেবারেই শূন্য হয়ে পড়েছে। মনে হচ্ছে আমরা যারা সিনিয়র বেঁচে আছি তারাও পরপারে যাত্রার সিরিয়ালে। ববিতা বলেন, এমন অবস্থায় খুব আফসোস হয় এই জন্য যে, আমাদের চলচ্চিত্রকে টিকিয়ে রাখার মতো নতুন কেউ উঠে আসছে না। এ এক মহাশূন্যতা। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন ইলিয়াস কাঞ্চনকে সুস্থ করে ফিরিয়ে দেন। একই সঙ্গে আমাদের সবার সুস্থতা কামনা করছি।