ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বলতে গেলে তিনি এখন বড়পর্দার নতুন এক যাত্রী হয়ে উঠছেন। শোবিজ অঙ্গনে মডেলিং ও অভিনয়ে দশকেরও বেশি সময় পার করেছেন তিনি। তবে ক্যারিয়ারে তার সবচেয়ে বড় চমক- শাকিব খানের বিপরীতে অভিনয় করা। প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে পেয়েছেন সফলতা। ‘তাণ্ডব’ ছবি মুক্তির পর ছোটপর্দায় কাজ করছেন না বলেই ধরে নেওয়া যায়। বলতে গেলে সাবিলা এখন পুরোদমে চলচ্চিত্রের মানুষ। কারণ তার সব ফোকাসই এখন চলচ্চিত্রে। ছোটপর্দা নিয়ে সাবিলার ভাষ্য, আমি নাটকে এখন বেছে বেছে কাজ করছি। ‘তাণ্ডব’ একটা মানদণ্ড তৈরি করেছে। তাই এরপর যা-ই করি, সেটা অন্তত ‘তাণ্ডব’-এর সমমানের বা তার চেয়েও ভালো হতে হবে। ‘তাণ্ডব’ মুক্তির পর দেশের বাইরে কিছুদিন ঘুরে বেড়িয়েছেন সাবিলা নূর। এর মধ্যেই বেশ কয়েকটি সিনেমার প্রস্তাবও পান তিনি। এরই মধ্যে শাকিব খানের সঙ্গেও একটি ছবির প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। এবার কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মাণ করা যাচ্ছে সিনেমা। এটি নির্মাণ করতে যাচ্ছেন ‘উৎসব’ নির্মাতা তানিম নূর। ছবিটিতে অভিনয় করবেন সাবিলা নূর। সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী ও শরীফুল রাজ। সব ঠিক থাকলে ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে, একটি বড় অংশজুড়ে থাকবে ট্রেন জার্নি। ২০২৬ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ষ