কাজলের একমাত্র কন্যা নিসা দেবগন। সব সময় আমোদ-প্রমোদেই থাকতে ভালোবাসেন। কখনো বিদেশে ঘুরছেন, কখনো আবার রাতের পার্টিতে জমিয়ে আনন্দ করছেন। যদিও তার এই বিলাসবহুল জীবনের জন্য সমালোচিতও হতে হয় তারকা-কন্যাকে। তবে এ বছর দুর্গাপূজায় যেন অন্যরূপে ধরা দিলেন নিসা। তার ব্যবহার মন কেড়েছে নেটাগরিকদের। ষষ্ঠীর দিনে মা ও ভাইয়ের সঙ্গে পূজামণ্ডপে আসেন। লক্ষ্মী মেয়ের মতো পুজো দেখেছেন। মাঝে মা কাজলকে আদরে ভরিয়েছেন। কখনো ভাইয়ের সঙ্গে খোশগল্পে মেতেছেন। আগে কখনো পুজোর সময় মুম্বাইয়ে থাকতে দেখা যায়নি নিসাকে। এবার অষ্টমীর দিনেও পুজোর প্যান্ডেলে তিনি, সঙ্গে বন্ধু ওরি। দুজনে মিলে অঞ্জলি দিলেন। বড় দিদির মতো ভাই যুগকে চোখে চোখে রাখছেন। দিদিমা তনুজা এলেন পুজোমণ্ডপে, বয়স হয়েছে। চলাফেরায় বেশ অসুবিধা হচ্ছে। দিদাকে দেখে সঙ্গে সঙ্গেই নিসা জড়িয়ে ধরেন। তনুজার হাত ধরে প্রতিমার সামনে নিয়ে যান। নিমেষেই ভাইরাল সেই ছবি। কাজলের মেয়েকে নিয়ে সবসময় কটাক্ষ হলেও এখন তাকে নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ।