দরিদ্র ঘরের মেয়ে রাধিকা প্রতিদিন গ্রাম থেকে সংগ্রহ করা শাকসবজি বিক্রি করে যা পায়, তা দিয়ে সংসার চালায়। ঘরে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই। রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। সরাসরি না বললেও মাধব তার আচার-আচরণে বুঝিয়ে দেয় রাধিকাকে সে ভালোবাসে। রাধিকাও কিছুটা প্রশ্রয় দেয় মাধবকে। একপর্যায়ে দুজনের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। ঘর বাঁধার স্বপ্ন দেখে তারা। কিন্তু এক ঝড় এসে সেই স্বপ্ন কেড়ে নেয়। এমন মধুর-বিধুর গল্পের নাটকের নাম ‘রাধিকা’। এর রচনায় আমানুল হক হেলাল এবং পরিচালনায় ফরহাদ আলম। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মিহি আহসান এবং প্রেমিক জেলে মাধব চরিত্রে রানা চৌধুরী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, জয়রাজসহ অনেকে। জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে আজ রাত ১০টা ৩০ মিনিটে ‘রাধিকা’ নাটকটি প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে।