ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে।
রবিবার (২ নভেম্বর) বিকাল ৩ টার দিকে শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৪৮ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকালে হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী ও গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের শত শত লোকজন ঢাল, সড়কি, রামদা, টেঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। বিকাল ৩টার দিকে শুরু হয়ে এ সংঘর্ষ সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত চলে। সংঘর্ষে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার পলাশ সাহা বলেন, রবিবার বিকাল ৫টা থেকে সংঘর্ষে আহত রোগী হাসপাতালে আসতে শুরু করেছে। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত সংঘর্ষে আহত ৪৮ কে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। বেপরোয়া লোকজন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে। স্থানীয় আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/তানিয়া