পুরান ঢাকার মানুষদের শিকড়, সংস্কৃতি আর টিকে থাকার লড়াইয়ের গল্পে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মহল্লা’। নাটকটি নির্মাণ করছেন ফরিদুল হাসান। বিদ্যুৎ রায়ের রচনায় ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে শনিবার থেকে।
বিজ্ঞপ্তিতে বৈশাখী টেলিভিশন জানিয়েছে, সপ্তাহের তিনদিন শনি থেকে সোমবার পর্যন্ত রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকের চিত্রনাট্য নিয়ে পরিচালক ফরিদুর হাসান জানিয়েছেন, পুরান ঢাকার বাহ্যিক চেহারা সময়ের সঙ্গে বদলেছে, তবু ভেতরের ঐতিহ্য অটুট। স্থানীয় বাসিন্দারা থাকলেও বিভিন্ন কর্মসূত্রে বহিরাগতদের উপস্থিতি মহল্লার জীবনে সমৃদ্ধি এনেছে, ঠিক একই সঙ্গে টানাপোড়েনও সৃষ্টি করেছে। এসব গল্প উঠে আসবে ‘মহল্লা’ ধারাবাহিকে।
ফরিদুল হাসান বলেন, এটি একটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত রাজধানীতে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় সমসাময়িক যেসব ঘটনা ঘটে, তা হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, মাসুদ মহিউদ্দিন, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজানসহ অনেকে।
পরিচালক জানিয়েছেন, গল্পের প্রয়োজনে ধারাবাহিকে ‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম গান রয়েছে। গানটি গেয়েছেন মুহিন খান, পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন গায়ক নিজেই। গানের কথা লিখেছেন বিদ্যুৎ রায়। মাইকেল বাবুর কোরিওগ্রাফিতে আইটেম গানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ