রাশিয়ায় তরুণদের মধ্যে ‘মলিকিউল’ নামে সস্তা এক ওজন কমানোর বড়ি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। চলতি বছরের শুরুতে টিকটকে শুরু হওয়া প্রচারণার ভিডিওতে তরুণীরা এই বড়ি খাওয়ার সুফল দেখায়—“মলিকিউল খাও, খাবারের কথা ভুলে যাও”—এমন বার্তায় বিক্রি বাড়ে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গের ২২ বছর বয়সী মারিয়া অনলাইনে বড়িটি কিনে নিয়েছিলেন। দিনে দুইটি করে খাওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁর মুখ শুকিয়ে গিয়েছিল, ক্ষুধা হারিয়েছিলেন এবং মানসিক অস্থিরতা, উদ্বেগে ভুগতে শুরু করেছিলেন। অন্য ব্যবহারকারীরাও চোখ বড় হওয়া, হাত কাঁপা, ঘুমহীনতা ও হ্যালুসিনেশনসহ বিভিন্ন উপসর্গের কথা বলেছেন; অন্তত কয়েক জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
পত্রিকা ‘ইজভেস্তিয়া’ বড়ির নমুনা পরীক্ষা করে দেখেছে, তাতে ‘সিবিউট্রামিন’ নামে নিষিদ্ধ উপাদান আছে। সিবিউট্রামিন অনেক দেশে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বলে নিষিদ্ধ। অনলাইন অবৈধ বিক্রেতারা উচ্চমাত্রার সিবিউট্রামিনযুক্ত বড়ি সস্তায় বিক্রি করছে এবং প্যাকেট বদলে ‘অ্যাটম’ নামে ফের বাজারে তুলেছে। বিক্রেতারা এগুলোকে ‘স্পোর্টস নিউট্রিশন’ হিসেবে তালিকাভুক্ত করেও নজর এড়ানোর চেষ্টা করছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তরুণদের জন্য এই বড়ি মারাত্মক এবং প্রাণঘাতী হতে পারে কারণ সক্রিয় উপাদানের পরিমাণ অনিশ্চিত।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আশিক