সবার প্রিয় নায়িকা ববিতাকে নিয়ে লিখতে গিয়ে শাইখ সিরাজের একটি গল্প মনে পড়ে গেল। একদিন আড্ডায় শাইখ সিরাজ বলেছিলেন- তোমরা এখনো টেলিভিশনের নায়ক-নায়িকাদের নিয়ে হইচই কর, তাদের নিয়েই মেতে থাক; কিন্তু তোমরা কি ফিল্মের বিশালতা সম্পর্কে জান? ফিল্মের অভিনেতা-অভিনেত্রী কতটা জনপ্রিয়, সাধারণ মানুষ তাঁদের কী পরিমাণ ভালোবাসে তা কল্পনাও করতে পারবেন না। আমি বললাম, টেলিভিশন তো মানুষের ঘরে ঘরে। অন্যদিকে সিনেমা হলও তো কমে গেছে। শাইখ সিরাজ বললেন, সিনেমা হল কমলেও ফিল্মের শিল্পীরা সব দেশেই কম-বেশি সম্মানিত হন। বললাম, আমাদের দেশে ফিল্মের শিল্পীদের তেমন সম্মান নেই। শাইখ সিরাজ বললেন, না এ কথাটা সত্য নয়। একবার শুটিংয়ের কাজে যশোরের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম। একজন কৃষক আমাকে দুপুরের খাবারের জন্য গ্রামের ভিতরে নিয়ে গিয়েছিলেন। প্রায় ৩০ বছর আগে যশোরের যে বাড়িতে গিয়েছিলাম তা ছিল বেড়ার ঘর। সেই বেড়াগুলো ঢেকে রাখা হয়েছিল চিত্রালীর রঙিন পাতা দিয়ে। চিত্রালীর পাতা মানে? সেই সময়ে সিনেমার খবরাখবর আর ছবি নিয়ে যে পত্রিকা বের হতো সেটি চিত্রালী। এস এম পারভেজ সম্পাদনা করতেন। সেই পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিখ্যাত আহমদ জামান চৌধুরী (আজাচৌ), আবদুর রহমান, নরেশ ভূঁইয়া, হীরেণ দেসহ একঝাঁক তরুণ সাংবাদিক। চিত্রালী তখন জনপ্রিয় পত্রিকা ছিল। সিরাজের গল্প বলার উদ্দেশ্য ছিল ভিন্ন। যশোরের সেই বাড়ির ঘরের বেড়াগুলো চিত্রালীর যে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেখানে প্রচ্ছদের একটা ঢাউস সাইজের ছবি শোভা পাচ্ছে। প্রতি শুক্রবার চিত্রালী প্রকাশিত হতো আর চিত্রালীর কভার পেজে পূর্ণ পাতাজুড়ে কোনো না কোনো অভিনেতা বা অভিনেত্রীর ছবি ছাপা হতো। এটা ছিল চিত্রালীর ঐতিহ্য। এই সংখ্যায় প্রচ্ছদে ছবি ছিল ববিতার। পুরো ঘরটার বেড়ার ফাঁকফোকর বন্ধ করার জন্য কমপক্ষে ৩০টা চিত্রালী লেগেছে। সেই কৃষক চিত্রালীর এতগুলো সংখ্যা কিনেছে এবং ববিতার ছবি দিয়ে বেড়ার ফাঁকফোকর বন্ধ করেছে। কৃষককে জিজ্ঞেস করলাম, তুমি যে এতগুলো চিত্রালী কিনেছ। এই নিউজপ্রিন্টের পৃষ্ঠাগুলো তো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে। কৃষক জবাব দিল, হ্যাঁ জানি। সেজন্য আরও অনেক চিত্রালী কিনে রেখেছি। সে সময়ে প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক নায়িকা ববিতার ছবির জন্য ৫০-৬০ কপি পত্রিকা কিনেছে। জিজ্ঞেস করলাম, ববিতা কেন এত প্রিয়? কৃষক বলল, ববিতার ছবি হলে মুক্তি পেলে সেই ছবিই দেখি। ববিতার অভিনয় দারুণ লাগে। ববিতার অভিনয়ের ভক্ত আমি। শুধু আমি নই, এই গ্রামের অনেক কৃষক পরিবারই তাঁকে ভালোবাসে। ইচ্ছা ছিল ববিতার ছবি অনেক বড় করে বাঁধিয়ে রাখব। কিন্তু টাকা নেই বলে পারিনি। তবে কোনো এক দিন ববিতার বড় একটি ছবি বাঁধাই করে ঘরে টাঙিয়ে রাখব। ববিতা বাংলাদেশের একজন বড় অভিনেত্রী। তাঁকে বলি আন্তর্জাতিক শিল্পী। শাইখ সিরাজের ‘ছাদ বাগান’ অনুষ্ঠানে দেখেছি ববিতা পাখি ভালোবাসেন, ফুল ভালোবাসেন। গাছগাছালি ভালোবাসেন। গাছের পরিচর্যা করেন। তাঁর ঘরের জানালার কাছে গাছ আছে। সেই গাছে ফুল ফুটলে তিনি জানালা দিয়ে দেখতে পারেন। তিনি আনন্দিত হন এই ভেবে, নিজ হাতে লাগানো গাছে ফুল ফুটেছে। পাখি পালছেন। সময় পেলে বেড়াতে চলে যাচ্ছেন কানাডায় ছেলের কাছে। শাইখ সিরাজের এই গল্পটি ২৫/৩০ বছর আগেকার। কয়েক বছর আগে নিউইয়র্কের একটি ঘটনা বলতে চাই। নিউইয়র্কে বসে শুনলাম একটা নতুন বাঙলা রেস্টুরেন্ট হয়েছে। সেই রেস্টুরেন্টে সহধর্মিণী কনাকে নিয়ে গেলাম। রেস্টুরেন্টে প্রবেশ করে তো অবাক। সেই রেস্টুরেন্টের দেয়াল চিত্রালীর পৃষ্ঠা দিয়ে সাজানো। সেই চিত্রালীর সংখ্যাগুলো শুধুই ববিতাকে নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, এই এক দেয়াল শুধু ববিতার ছবি দিয়ে সাজানো কেন? রেস্টুরেন্টের মালিকের স্ত্রী বললেন, আমি আর আমার স্বামী দুজনই ববিতার খুব ভক্ত। তাই ববিতাকে নিয়ে চিত্রালী যেসব প্রচ্ছদ করেছে সেসব ছবি দিয়েই আমরা রেস্টুরেন্টের এই দেয়ালটি সাজিয়েছি। শুধু চিত্রালী নয়, বিচিত্রাসহ বিভিন্ন পত্রিকায় ববিতার যে ছবি ছাপা হতো সেগুলোও আমাদের কাছে আছে। এতদিন পর যেহেতু নিউইয়র্কে একটা রেস্টুরেন্ট দিয়েছি তাই ববিতার ছবিগুলো ব্যবহার করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। মানুষ আমাদের এই রেস্টুরেন্টে এসেই প্রিয় নায়িকা ববিতার ছবি দেখতে পান। ৩০ বছর পর যশোরের সেই কৃষকের ঘর থেকে পৃথিবীর আধুনিকতম শহর নিউইয়র্কে বাঙালি রেস্টুরেন্টে ববিতার ছবি দেখে চমকে উঠেছিলাম। নিশ্চিত অনুমান করতে পারি, এমন ঘটনা স্বয়ং ববিতাকেও চমকিত করবে। বিস্মিত অথবা অবাক হবেন তিনিও। এর ফলে যে বিষয়টি অনুভব করেছি, তা হলো- একজন শিল্পী মানুষের হৃদয়ের কত গভীরে ঠাঁই করে নিতে পারেন। মানুষ কত গভীরভাবে ভালোবাসেন প্রিয় ববিতাকে। শুভ জন্মদিন ববিতা। ভালো থাকবেন।
শিরোনাম
- দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
- ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্সসহ ১৫ দেশের
- এমপিওভুক্ত শিক্ষকদের ‘বিশেষ সুবিধা’ নিয়ে মাউশির নির্দেশনা
- ভাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- ট্রানজিটে মার্কিন অনীহা, তাইওয়ান প্রেসিডেন্টের লাতিন আমেরিকা সফর স্থগিত
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত
- অতি বৃষ্টিতে ধানের খড় নষ্ট, বিপাকে খামারিরা
- ১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার
- ছেলেসহ সালমান এফ রহমানকে ১৫০ কোটি টাকা জরিমানা
- ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
- মোংলায় ৩০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
- সুস্পষ্ট ঐকমত্যের তালিকা রাজনৈতিক দলগুলোকে আজ দেয়া হবে : আলী রীয়াজ
- হবিগঞ্জে টমটম চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
- যেসব নীতিমালা-আইন কাজে আসছে না সেগুলো পরিবর্তনের পরামর্শ প্রধান উপদেষ্টার
- ন্যায্য মূল্যের দাবিতে সড়কে আলু ফেলে চাষীদের মানববন্ধন
- সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের : মঈন খান
- অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য
- আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
- তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে : ধর্ম উপদেষ্টা