রাজধানীর উত্তরায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’-এ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অসংখ্য কোমলমতি শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছে পুরো জাতি। শোবিজ অঙ্গনের অনেক তারকা সাহায্য-সহযোগিতার পাশাপাশি জানিয়েছেন শোকবার্তা। সেসব নিয়ে লিখেছেন- আলাউদ্দীন মাজিদ ও পান্থ আফজাল
শাবানা
আমার দেখা এত দিনের ইতিহাসে টাউনের মধ্যে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন দেখিনি। জনমানবশূন্য এলাকায় এ প্রশিক্ষণ বিমানগুলো উড়বে; কিন্তু জনবহুল এলাকায় কেন? প্রশাসন কেন সতর্ক হয়নি এত দিন? এই যে, এ কারণে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটল। কত তাজা কোমলমতি বাচ্চাদের প্রাণ ঝরে গেল। এর দায়ভার কে নেবে? এটা কখনো কাম্য নয়। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।
সোহেল রানা
আকস্মিক এ ঘটনায় আমি কীভাবে শোক প্রকাশ করব, তার ভাষা হারিয়ে ফেলেছি। এগুলো কখনোই কাম্য নয়। এতগুলো তাজা প্রাণ যে চলে গেল, আহত হলো, দগ্ধ হলো- এর দায় কে নেবে? কেন একটি জনমানব ভরা এলাকায় প্রশিক্ষণ বিমান চলবে? আর সবার অদূরদর্শিতার কারণে কেনই-বা এমন মর্মস্পর্শী ও বেদনাদায়ক ঘটনা ঘটবে? এটা তো আমি কেন, কেউ আশা করতে পারে না। এর সুষ্ঠু তদন্ত দরকার। আমি সবার জন্য গভীর শোক ও প্রার্থনা করছি।
ববিতা
শিশুদের এমন আহতের ঘটনা, মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার খুবই কষ্ট হচ্ছে। আমার তো মনে হয়, এ ঘটনায় প্রশাসনের অদূরদর্শিতা রয়েছে। তাদের জন্য এত বাচ্চা আহত হলো, মারা গেল। এ ব্যাপারে আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। এ ঘটনায় শোক প্রকাশ করছি।
হানিফ সংকেত
আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এ মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দেন।
শাকিব খান
উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এ কঠিন সময় পার করার শক্তি দেন।
জয়া আহসান
আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যারা আহত হলো, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, প্রার্থনা।
কনকচাঁপা
দুর্ঘটনায় হতাহত সবার প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পথচারী এবং বিমানের সঙ্গে সংশ্লিষ্ট পাইলট ও সম্পৃক্ত সবার জন্য আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আঁখি আলমগীর
আহা, কী অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।
শাহানাজ খুশি
আমার ধারণা, কোনো মানুষ সেদিন রাতে ঘুমাতে পারেনি। সব মা-বাবা এবং অনুভূতি সম্পন্ন মানুষ অসহায়ভাবে জেগেছিল। সবার গলার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কালো ধোঁয়া দলা পাকিয়ে আছে, সেটা না পারা যায় গিলতে, না পারা যায় সহ্য করতে!
সিয়াম
মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
আজমেরী বাঁধন
যারা প্রাণ হারিয়েছেন তাদের আল্লাহ শান্তি ও সান্ত্বনা দান করুন এবং তাদের প্রিয়জনদের এ অসহ্য শোক সহ্য করার শক্তি দিন। জীবন এতটাই অপ্রত্যাশিত-এ ঘটনাটি আমাকে সবচেয়ে বেদনাদায়কভাবে এটির কথা মনে করিয়ে দিয়েছে। আল্লাহ তাঁর রহমত বর্ষণ করুন, মৃতদের জান্নাত দান করুন এবং জীবিতদের এবং তাদের পরিবারবর্গকে আরোগ্য ও সান্ত্বনা দিন।
পড়শি
আমি শোকে স্তব্ধ। আসলে এরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো।
মিথিলা
শিশু, শিক্ষক এবং অভিভাবকদের জন্য প্রার্থনা।
বুবলী
আল্লাহ আপনি সহায় হোন, এ নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সব মা-বাবাকে ধৈর্য দান করুন।
মেহজাবীন চৌধুরী
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সবার জন্য প্রার্থনা করছি! আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।
পূজা চেরী
এ ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। আমি শোকাহত।
তাসনিয়া ফারিণ
এ ঘটনা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। প্রার্থনা।
জোভান
শিক্ষক থেকে স্টাফ, অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য প্রার্থনা রইল। আল্লাহ তুমি সবাইকে রক্ষা কর।
আরশ খান
সাধারণ জনগণের মানসিক অবস্থা এ মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে।
আরও যারা শোকে স্তব্ধ...
আসিফ আকবর, পরীমণি, তমা মির্জা, মোশাররফ করিম, জুঁই করিম, জিয়াউল হক পলাশ, সালমান মুক্তাদির, নওশাবা, স্পর্শিয়া, সজল, মৌসুমী হামিদ, বাপ্পী চৌধুরী, তৌসিফ, সামিরা মাহি প্রমুখ।