চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ময়ূরাক্ষী’। সম্প্রতি লম্বা একটা সময় অস্ট্রেলিয়ায় ছিলেন দুই বোনের কাছে। দেশে ফেরার পর নতুন দুটি ছবিতে কাজের কথাবার্তা চূড়ান্ত করেছেন এই নায়িকা। ববির চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ইফতেখার চৌধুরীর ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে। এই নায়িকা-নির্মাতা জুটির মধ্যে রসায়নটাও দারুণ ছিল।
দীর্ঘ সাত বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তাঁরা। ববি বলেন, ‘তাঁর ছবিতে দর্শক আমাকে সব সময় পছন্দ করেছে। আমরাও দর্শকের নতুন নতুন ছবি উপহার দিতে চেষ্টা করি। সব ঠিক থাকলে নভেম্বরেই আমরা নতুন ছবি নিয়ে আসছি। তখন ছবির নাম ও আমার সঙ্গে অন্যান্য কলাকুশলীর নামও জানিয়ে দেব।’ ছবিটির বাইরে বদিউল আলম খোকনের ‘তছনছ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ববি। ‘তছনছ’ নিয়ে ববি বলেন, ‘হয়তো এই মাসের শেষ সপ্তাহে ছবিটির শুটিংয়ে অংশ নেব।’ আপাতত ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন না তিনি।