ঢাকাই অ্যাকশন সিনেমার এক অবিচ্ছেদ্য নাম নায়ক রুবেল। যাকে বলা হয় ঢালিউডের ‘মার্শাল আর্ট কিং’। আশির দশকের মাঝামাঝি সময়ে, ১৯৮৬ সালে শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ সিনেমা দিয়ে যার পথচলা শুরু, সেই শুরুটিই ছিল ঝড়ের মতো। প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন তিনি। এরপর শুধু সামনে এগিয়ে চলা। একের পর এক সুপারহিট সিনেমা, দর্শকদের ভালোবাসা আর ক্যারিয়ারে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয়, সব মিলিয়ে এক কিংবদন্তির গল্প। তবে এখন আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না রুবেলকে। রায়হান রাফির পরিচালনায় ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে অভিনয়ের মধ্য দিয়ে নতুন মাধ্যমে যাত্রা শুরু করার পর তাঁকে ‘মার্শাল কিং’ সিনেমায় ভয়ংকর এক চরিত্রে দেখা যাবে আগামী অক্টোবরেই। এর পাশাপাশি তিনি চলচ্চিত্রের নানা কর্মকাণ্ডে এখনো সক্রিয়। বর্তমানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি হিসেবে। সম্প্রতি শিল্পী সমিতিতে এক আড্ডায় চলচ্চিত্রের সোনালি দিনের স্মৃতিচারণায় আবেগঘন হয়ে পড়েন রুবেল। আক্ষেপের সুরে তিনি বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিবেদককে বলেন, ‘এখন এফডিসিতে গেলেই মনটা খারাপ হয়ে যায়। আগে প্রতিটি ফ্লোরে একাধিক শুটিং চলত, আমার নিজেরই একসঙ্গে একাধিক ছবির শুটিং থাকত। এখন শুধু সমিতির কয়েকজন ছাড়া এফডিসি প্রায় ফাঁকা।
শিল্প কেউ মনে ধারণ করে না, সবাই শুধু শর্টকাটে সফল হতে চায়।’ এরপর নিজের অভিনয়জীবনে অভিজ্ঞতার ফুলঝুরি তুলে ধরেন। বলেন, ‘একটানা ৩৭০ ঘণ্টা মারামারির দৃশ্য করেছি। রোজা রেখেও ফাইটিং দৃশ্যে অভিনয় করেছি, তবু কোনো রোজা কাজের জন্য ছাড় দিইনি।