একঝাঁক তারকা নিয়ে বৈশাখী টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন কমেডি ধারাবাহিক ‘গিট্টু’। আজ থেকে সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এই নতুন ধারাবাহিকটি। সুস্ময় সুমনের রচনা ও রুমান রুনির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, আবদুল্লাহ রানা, শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, পরিচালক রুমান রুনি প্রমুখ। বৈশাখী টিভি প্রযোজিত নাটকটির সার্বিক দায়িত্বে রয়েছেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।