বলিউডের ডিভা-খ্যাত অভিনেত্রী রেখার বয়স এখন ৭০ বছর। কিন্তু বয়স তাঁকে ছুঁতে পারেনি। ষাটের দশকে বড়পর্দায় আসা অভিনেত্রী রেখা তাঁর গ্ল্যামার দিয়ে এ বয়সেও আবেদনের ঝড় তুলছেন। তাই তাঁকে বলিউডের চিরসবুজ অভিনেত্রী বলা হয়। পর্দায় তাঁর আকর্ষণীয় উপস্থিতি আর রূপের মোহে বাঁধা পড়েনি এমন দর্শক খুঁজে পাওয়া দুঃসাধ্য। ২০২৩ সালে ৬৮ বছরে বয়সেও বিখ্যাত মার্কিন ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ-এর প্রচ্ছদকন্যা হয়ে তাক লাগিয়ে দেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী আসলে একসময় বিমানবালা হতে চেয়েছিলেন। রেখার দেশ- বিদেশ ঘুরে বেড়ানোর প্রবল ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই। তাই বিমানবালা হতে চেয়েছিলেন অভিনেত্রী নন। আর এ ইচ্ছা থেকে বিমানবালার চাকরির জন্য চেষ্টা করলে অল্প বয়সের কারণে বাদ পড়ে যান। পরে হতে চান নান। রেখার জীবনে এমন এক পর্যায় আসে যখন রেখা নান হতে চেয়েছিলেন। মূলত আইরিশ নান স্কুলে পড়াশোনার কারণে তাঁর মনে এমন ভাবনার উদয় হয়। শেষ পর্যন্ত নানও হতে পারলেন না তিনি। অবশেষে চরম হতাশায় একসময় আত্মহত্যা করতে যান রেখা। এ হতাশার কারণ তাঁর গায়ের রং ছিল কালো। একদিকে বাবা-মায়ের অনাদর, অন্যদিকে অভাবের সংসার তার ওপরে তাঁর গায়ের রং কালো বলে কারও মন আকৃষ্ট করতে পারছিলেন না তিনি। ফলে সিদ্ধান্ত নেন এ হতাশার জীবন আত্মহত্যার মাধ্যমেই সাঙ্গ করবেন তিনি। কিন্তু তাঁর সৎ বোনরা তাঁকে খুব ভালোবাসত। তারাই তাঁকে সাহস জুগিয়ে বুঝিয়ে সেই পথ থেকে ফেরায়। ১৯৬৬ সালে ‘রাঙ্গোলা রত্নাম’ নামে একটি তেলেগু ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তাঁর চলচ্চিত্রজীবন শুরু। নায়িকা হিসেবে তাঁর যাত্রা শুরু ১৯৬৯ সালে। কান্নাডা ফিল্ম অপারেশন ‘জ্যাকপট নাল্লি সিআইডি-৯৯৯’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। ১৯৭০ সালে ‘সাওয়ান ভাদন’ নামে একটি হিন্দি ছবিতে তিনি প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। হিন্দিতে খুব একটা ভালো ছিলেন না রেখা। ক্যারিয়ারের প্রথম ১০ বছর তাই অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে তাঁকে। অনেক ছবি থেকে এ কারণে বাদও পড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রেখা খুব সুন্দর গানও করেন। ‘খুবসুরাত’ সিনেমার গানে চমৎকার প্লেব্যাক করেন তিনি। তবে অভিনয়ে বেশি ব্যস্ততা আর অভিনয়কে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলায় গানের প্রতি তাঁর দুর্বলতা কমে যায়। রেখার জীবনে এমন একটি ঘটনা ঘটে গেছে যা আজও ভুলতে পারেননি রেখা। বয়স তখন মাত্র ১৫ বছর। অভিনয়ে আসার পরই যৌন লালসার শিকার হয়েছিলেন অভিনেত্রী। কলকাতার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জোর করে চুমু খেয়েছিলেন অভিনেত্রীকে। ‘আনজানা সফর’-এর শুটিং চলাকালে ঘটনাটি ঘটে। হঠাৎ করে তাঁকে জড়িয়ে ধরে গভীর চুম্বন করেছিলেন অভিনেতা। চলচ্চিত্রে নবাগত বলে ভয়ে কিছু বলতে পারেননি তিনি। এ কষ্ট দীর্ঘ বছর পর এখনো ভোগায় তাঁকে। পুরুষকে আকৃষ্ট করতে রেখার জুড়ি মেলা ভার। বলি আইকনের কারিশমার জাদুতেই মুগ্ধ আট থেকে অষ্টাদশী। সত্তর থেকে নব্বই, অসংখ্য নায়কের বিপরীতে অভিনয় করে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রেখা। অক্ষয় কুমার আর সালমান খানও রয়েছেন সেই তালিকায়। জানা যায়, একজন নয়, ১১ জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রেখা। তবে অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কটি ছিল রীতিমতো একটি মিথ। বলিউডে বরাবরই এ জুটি প্রেমের অনন্য যুগল হিসেবে পরিচিত ও সমাদৃত। দক্ষ অভিনয়, মনকাড়া সৌন্দর্য, আকর্ষণীয় ফিগার আর চির আবেদনময়ী ইমেজ নিজের মধ্যে ধরে রাখতে পারার সুবাদে বলিউডের একমাত্র ডিভা উপাধি লাভ করেন তিনি। দক্ষ অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ১৯৮২ সালে ‘উমরাও জান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কারও জেতেন।