রাজধানী ঢাকাতে মঙ্গলবার (১৯ আগস্ট) বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি রয়েছে।
অর্থ উপদেষ্টার কর্মসূচি:
অর্থ উপদেষ্টা মো. সালেহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার বিকেল ৩টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন। একই সঙ্গে বিকেল সোয়া ৩টায় তিনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও যোগ দেবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম মঙ্গলবার দুপুর দেড়টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন করবেন।
বিএনপির কর্মসূচি:
বিএনপি আজ একাধিক কর্মসূচি পালন করছে। বিকেলে ৩টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন। এছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে সন্ধ্যা ৬টায় থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেলা ১১টায় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে, সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
জামায়াতের কর্মসূচি:
বিকেল সাড়ে ৫টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের উপস্থিতিতে একটি প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ