২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমায় প্রশংসিত হয়েছিলেন নাজিফা তুষি। তারপর পেরিয়ে গেছে তিন বছর। শোনা যায়নি, তার নতুন কোনো সিনেমা মুক্তির খবর। তবে জানা যায়, মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি। সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। যে সিনেমার ঘোষণাও এসেছে অনেক আগে। প্রযোজক বদলে আবার হয়েছে শুটিং, সে খবরও অনেক পুরোনো। কিন্তু কবে মুক্তি পাবে সিনেমাটি? জানা যায়নি সে প্রশ্নের উত্তর! তুষি জানান, ‘সিনেমা মুক্তির প্রক্রিয়া পুরোটা নির্ভর করছে পরিচালক, প্রযোজকের ওপর। আমার প্রক্রিয়া অভিনয় করা, সেই কাজটাই ঠিকঠাক করার চেষ্টা করছি’।
তবে নিজের চরিত্র নিয়ে কিছু জানাননি অভিনেত্রী। জানা যায়, দুজন সরল মানুষের সহজ গল্পের সিনেমা ‘রইদ’। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। মাস তিনেক সময় লাগবে, সম্পাদনা- সংগীত মিলিয়ে। কাজ শেষে এ বছর এবং আগামী বছরের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন উৎসবে লড়বে সিনেমাটি। সব ঠিক থাকলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘রইদ’ মুক্তি পাবে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে। এর আগে চলতি বছর নাজিফা তুষি দর্শকের সামনে আসবেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদের একটি প্রজেক্টে। বলা যায়, তাহলে হাওয়ার পর হাওয়া হননি তুষি। ফিরছেন ফেরার মতোই।