স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উসকানিদাতাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার উসকানিদাতাদের প্রতিহত করবে। তিনি বলেন, সামনে নির্বাচন আসছে, আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার দুপুরে যশোর শহরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, যশোর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ জ্ঞানপ্রকাশনন্দজী মহারাজ।
নাসিমুল গনি বলেন, ৫ আগস্টের পরে যে অভূতপূর্ব ঐক্য দেখা দিয়েছে, তা ধরে রাখতে পারলে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারব।
তিনি বলেন, নিজ নিজ ধর্ম পালনে এদেশে কোনো নিষেধাজ্ঞা নেই। কেউ বাধা দিলে সরকার তাদের প্রতিহত করবে ও বিচার নিশ্চিত করবে।
সমাবেশ শেষে দুপুর দুইটায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। টাউন হল ময়দান থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই