রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি বউবাজার পোড়াবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন পথচারী বৃদ্ধা বেলী বেগম (৭০)। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. ফয়সাল (১৮)।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় বেলী বেগম ও ফয়সালকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বেলী বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহত বেলী বেগম নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার তারামিয়ার মেয়ে। তার স্বামীর নাম মজিবুর রহমান। বর্তমানে তিনি রাজধানীর বেগুনবাড়ি পোড়াবাড়ি এলাকায় থাকতেন। জীবিকা নির্বাহের জন্য পরিচ্ছন্নতার কাজ করতেন ও পাশাপাশি পানি বিক্রি করতেন।
আহত চালক ফয়সালের বন্ধু নিয়াজ আহমেদ জানান, ফয়সাল এক বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বন্ধু মাসুমকে সঙ্গে নিয়ে বের হয়েছিল। বেগুনবাড়ি বউবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় হঠাৎ করে বেলী বেগম একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলটি ব্রেক কষলেও তাকে ধাক্কা মারে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। একইসঙ্গে ফয়সাল ও মাসুম মোটরসাইকেল থেকে পড়ে যান। তবে পেছনে বসা মাসুম তেমন আহত হননি।
এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সরকার বলেন, ‘‘রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত চালক ফয়সালের চিকিৎসা চলছে।’’
বিডি প্রতিদিন/আশিক