চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরের এরশাদ মঞ্চে এ জনসভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
আলমাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু প্রমুখ।
জনসভায় প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ বলেন, আমরা ধানের শীষের জন্য মাঠ রেডি রেখেছি। চুয়াডাঙ্গার দুটি আসনে দল যাকে মনোনীত করবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবো। এজন্য আপনারা প্রস্তুত থাকবেন।
তিনি বলেন, ধানের শীষ বিজয় নিশ্চিত ভেবে কেউ অপকর্মে লিপ্ত হবেন না। আপনারা ভদ্র আচরণ দিয়ে জনগণের পাশে থাকবেন। তাদের মন জয় করবেন। আমাদের দলের নেতাকর্মীদের আচরণে যেন সাধারণ মানুষ বিএনপিকে বিজয়ী করতে সংগঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ