আমজাদ হোসেন, শুধু চলচ্চিত্রকার, কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকারই ছিলেন না; তিনি ছিলেন অভিনেতা, ছড়া-কবিতা, গল্প-উপন্যাসের লেখক, নাট্যকার, সুবক্তা, সংগঠক, কলাম লেখক এবং আরও কিছু। তিনি জামালপুরের সন্তান ছিলেন। জন্মেছিলেন ১৪ আগস্ট ১৯৪২ সালে এবং ১৪ ডিসেম্বর ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। কবিতা রচনা দিয়ে তাঁর সাহিত্যজীবন শুরু। কলকাতার দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপাও হয়। তিনি পঞ্চাশ দশকে ঢাকায় আসেন। ঢাকায় এসে নাটক রচনা করেন। মঞ্চনাটক ও চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। গল্প-উপন্যাসও লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক বেশ কিছু গল্প-উপন্যাস রচনা করেছেন। বাংলাদেশ টেলিভিশনে ঈদুল আজহার সময় ‘জব্বর আলী’-বিষয়ক নাটক তো দর্শকপ্রিয় একটি অনুষ্ঠানই ছিল। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও ছিলেন। মহিউদ্দিন পরিচালিত তোমার আমার (১৯৬১) চলচ্চিত্রে আমজাদ হোসেন প্রথম অভিনয় করেন। একই বছর মুস্তাফিজ পরিচালিত হারানো দিনেও (১৯৬১) অভিনয় করেন। তাঁর রচিত নাটক ধারাপাত অবলম্বনে একই নামে ১৯৬৩ সালে সালাহউদ্দিন চলচ্চিত্র নির্মাণ করেন, এতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। এরপরেই জহির রায়হানের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। জহির রায়হানের চলচ্চিত্রচর্চার সংগঠন ‘লিটল সিনে সার্কেল’-এর সঙ্গে যুক্ত হন। জহির রায়হান পরিচালিত বেহুলায় (১৯৬৬) সংলাপ রচনা ও অভিনয় করেন। কাজী জহিরের উর্দু চলচ্চিত্র ভাইয়ার (১৯৬৬) সহকারী পরিচালক ছিলেন। জহির রায়হান নির্মিত আনোয়ারার (১৯৬৭) সংলাপ রচনা করেছেন আমজাদ হোসেন; এতে তিনি নায়ক রাজ্জাকের সঙ্গে অভিনয়ও করেন। জীবন থেকে নেয়ার (১৯৭০) সংলাপ রচনা করেন; এতে তিনি মধু চরিত্রে অভিনয় করেন। ফখরুল আলমের মানুষ অমানুষের (১৯৭০) ‘অমানুষ’ অংশটি আমজাদ হোসেনের গল্প অবলম্বনে নির্মিত। এতেও তিনি অভিনয় করেন। তখনই জহির রায়হানের লেট দেয়ার বি লাইটে অভিনয় করেছেন। এ সময় নিজেও চলচ্চিত্র নির্মাণ করেছেন। এককভাবে নির্মাণ করেন জুলেখা (১৯৬৭)। নূরুল হকের সঙ্গে যৌথভাবে নির্মাণ করেন আগুন নিয়ে খেলা (১৯৬৭)। এরপর তিনি এবং নূরুল হক, মুস্তাফিজ, মেহমুদ ও রহিম নেওয়াজ মিলে তৈরি করেন দুই ভাই (১৯৬৮)। আবার একক প্রচেষ্টায় নির্মাণ করেন বাল্যবন্ধু (১৯৬৮)। একই বছর নূরুল হকের সঙ্গে যৌথভাবে নির্মাণ করেন সংসার (১৯৬৮)। দুই বছর পর এককভাবে তৈরি করেন পিতা-পুত্র (১৯৭০)। খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ (১৯৭৩) ও প্রমোদ কর নির্মিত সুজন সখীর (১৯৭৫) কাহিনিকার তিনিই। মহম্মদ হান্নান নির্মিত রাই বিনোদিনীতে (১৯৮৫) গীতিকার হিসেবে যুক্ত হয়ে গানও রচনা করেন। এ সময় নিজে নির্মাণ করেছেন বাংলার মুখ (১৯৭২)। এরপর নয়নমণি (১৯৭৬) নির্মাণ করেন। নয়নমণি তাঁর নিজের উপন্যাস নিরক্ষর স্বর্গ অবলম্বনে নির্মিত। এর জন্য তিনি ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। গোলাপী এখন ট্রেনে (১৯৭৮) নির্মাণ করে তিনি ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’সহ ১০টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর সুন্দরী (১৯৭৯) তৈরি করেন; এটিও সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এরপর নির্মাণ করেন কসাই (১৯৮০)। তারপর জন্ম থেকে জ্বলছি (১৯৮১)। এরপর আমজাদ হোসেন একে একে নির্মাণ করেন দুই পয়সার আলতা (১৯৮২), সখিনার যুদ্ধ (১৯৮৪), ভাত দে (১৯৮৪), হীরামতি (১৯৮৮), আদরের সন্তান (১৯৯৫), গোলাপী এখন ঢাকায় (১৯৯৫), সুন্দরী বধূ (২০০২), প্রাণের মানুষ (২০০৩), কাল সকালে (২০০৫)। গোলাপী এখন বিলেতে তৈরি করেন ২০১০ সালে, এটিই আমজাদ হোসেন নির্মিত শেষ চলচ্চিত্র। ‘ভাত দে’ ৯টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ সরকার তাঁকে ১৯৯৩ সালে ‘একুশে পদক’ প্রদান করে। এ ছাড়া ১৯৯৩ ও ১৯৯৪ সালে দুবার ‘অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার’ পান। ২০০৪ সালে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ‘বাংলা একাডেমি পুরস্কার’ অর্জন করেন। ২০০৯ সালে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেয়েছেন। তাঁর জীবনযাত্রা থেমে গেছে বটে, কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রকলার ইতিহাস প্রণয়নক্ষেত্রে তাঁর জীবনভাবনা ও কাজকে বারবার আমলে নিতে হবে।
শিরোনাম
- বগুড়ায় জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
- অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই
- সোমবার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বিচ্ছিন্ন ঘটনা নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে: আযম খান
- রুকন না হলে চাকরি থাকবে না বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি: রিজভী
- যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন
- ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়নে যে শর্ত দেন হিলারি
- রাশিয়ার তেল কেনার জন্য চীনকে শাস্তি দেওয়ার পরিকল্পনা নেই: ট্রাম্প
- স্ত্রী মেলানিয়ার চিঠি পুতিনকে দিলেন ট্রাম্প
- পুতিনের সঙ্গে কেন চুক্তি হয়নি, জানালেন ট্রাম্প
- আলাস্কায় পুতিনের মাথার ওপর উড়ল বি-২ বোমারু বিমান (ভিডিও)
- ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনার নিন্দা জানাল বাংলাদেশসহ ৩১ দেশ
- উত্তর সাইপ্রাস সফরের জেরে তুরস্কে নিযুক্ত ব্রিটিশ বাণিজ্য দূতের পদত্যাগ
- বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়া
- বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ
- জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
- ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি : তারেক রহমান
- ‘যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে’
- 'ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে'
- ‘ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান’
চলচ্চিত্রে আমজাদ হোসেন যুগ
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর