শোবিজ জগৎ নিয়ে প্রচলিত রয়েছে, এ অঙ্গনে কাজ করতে হলে কম্প্রোমাইজ না করলে সাফল্য ধরা দেয় না। কিন্তু এ ধারণা ভুল প্রমাণ করেছেন টলিউডের ছোট ও বড়পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তিনি ভারতীয় বাংলা টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে অভিনয় করছেন দাপটের সঙ্গে। এ অভিনেত্রী মিডিয়াকে জানান, স্বল্পবসনে অভিনয়ের প্রস্তাবের অভিজ্ঞতা হয়েছে তার। শ্বেতা ভট্টাচার্য বলেন, অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজের কথা বলা হয়। আমাকেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমি স্লিভলেস পরতে পারি না, আমি শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনো পোশাক আমি পরি।
আমাকে বলা হয়েছিল, ‘তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পার, তাহলে টিকবে কী করে?’ কিন্তু সবাই জানে আমি এগুলো পরি না। তার ভাষায়, আমাকে যখন এসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম, আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয়, তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না। কিন্তু আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি।
আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজকরা কখনো শর্ট ড্রেস পরার জন্য জোর করেননি। এ অভিনেত্রী বলেন, এমনকি ‘জয় কানহাইয়া লাল কি’ নামে যে হিন্দি ধারাবাহিকটি করেছিলাম, সেটা বাংলার মেগা ‘ভজ গোবিন্দ’-এর হিন্দি সংস্করণ ছিল। সেখানে ‘ভজ গোবিন্দ’-এর ‘ডালি’ শর্ট ড্রেস পরেছিল। আমি পারিনি, সেটা আমার মাইনাস পয়েন্ট হতে পারে; কিন্তু তা নিয়ে আমার কোনো খারাপ লাগা নেই, আমি খুশি।