নির্বাচন কমিশন সংস্কার’সহ জনআকাঙ্খার বাংলাদেশ গঠনের দাবি করেছেন জাতীয় ইনসাফ পার্টির নেতৃবৃন্দ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে (জহুর হোসেন চৌধুরী হলে) দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়ার প্রেক্ষাপটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন পার্টির নেতারা।
এ সময় ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন, যাদের মরণপণ সংগ্রামের ফলে গত ৫ আগস্ট একটি জুলুমবাজ, দলীয় কায়েমী স্বার্থবাদী ক্ষমতাসীন দল ক্ষমতাচ্যুত হয়েছে ও দলীয় প্রধানমন্ত্রীর দেশত্যাগের মাধ্যমে প্রায় দেড় যুগের কঠিন দুঃশাসনের অবসান ঘটেছে, তাদের ও তাদের পরিবারের ব্যাপারে যথাযথ সুব্যবস্থা নেওয়া হয়নি।
দেশের জনগণের যে আকাঙ্খা ছিল আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তার ন্যূনতম মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, সংস্কার দেখিয়ে গত এক বছরে কী সংস্কার করতে পেরেছেন? দেশের কোন খাতে কী সংস্কার হয়েছে?
তাঁর দাবি, উপদেষ্টা পরিষদকে রাজনৈতিক, প্রশাসনিক ও বিচারিক সংস্কার এবং উন্নতির ক্ষেত্রে আরো সৎসাহসী পদক্ষেপ নিতে হবে।
এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নানা রকম বাড়তি শর্তারোপ করে রাজনৈতিক দলের সাংবিধানিক উন্মুক্ত অধিকারকে সংকুচিত না করার আহ্বান জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির মহাসচিব এস এম আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন ইনসাফ পার্টির সভাপতি মাওলানা মো. গোলাম আযম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদী, বাংলাদেশ মেডিকেল কলেজ ইউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ মাদানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত