রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে চার দিনব্যাপী বিভিন্ন ধরনের ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক পণ্য নিয়ে ১১তম ইয়ার্ন, ফেব্রিক ও অ্যাক্সেসরিজ প্রদর্শনী। প্রদর্শনীতে একই ছাদের নিচে ১০০টিরও বেশি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতকাল আইসিসিবির ২ নম্বর হল পুষ্পগুচ্ছতে দেখা যায় ছুটির দিন থাকায় পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক এবং বায়িং হাউসের ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রদর্শনীর মাধ্যমে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য সম্পর্কে তথ্য নিচ্ছেন। উৎসুক ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত সময় পার করছেন স্টল-সংশ্লিষ্টরা।
প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সুতা, রঙিন সুতা এবং বোনা পোশাক তৈরির জন্য মিশ্র সুতা, বোনা ওভেন ফ্যাশন ফেব্রিক, প্লাশ ফেব্রিক, টিআর স্যুট ফেব্রিক, উলের স্যুট ফেব্রিক, ফ্যাশন প্রিন্টেড ফেব্রিক, বোনা স্পোর্টস ফাংশনাল ফেব্রিক, হোম ফেব্রিক, খেলনা ফেব্রিক এবং পোস্ট প্রসেস হট স্ট্যাম্পিং, সূচিকর্ম, কম্পোজিট, ফিল্ম, ফ্লকিংসহ পোশাকশিল্প খাতের আনুষঙ্গিক প্রদর্শন করা হচ্ছে।
গাজীপুর থেকে সিনথেটিক কাপড় কেনার জন্য প্রদর্শনীতে এসেছেন জিহাদ হোসেন। তিনি বলেন, প্রদর্শনীর ভেন্যু হিসেবে আইসিসিবি বেশ চমৎকার। বিশাল জায়গাজুড়ে এসব হল। ভিতরে পর্যাপ্ত পার্কিং সুবিধা, পরিবেশও বেশ সুন্দর। মেলায় ঘুরে পণ্য দেখতে ভালোই লাগে। সিনথেটিক কাপড়ের বিভিন্ন আইটেম দেখেছি। কোম্পানির অন্যদের সঙ্গে কাপড়ের গুণাগুণ নিয়ে কথা বলে অর্ডার করব।
প্রদর্শনীতে কথা হয় সুজহো জিংঙ্গুয়ান টেক্সটাইল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের ফেব্রিক মাচেন্ডাইজার মো. সুজন জিসানের সঙ্গে। তিনি বলেন, আমরা সব ধরনের পলিস্টার, লাইনলের কাপড় নিয়ে কাজ করে থাকি। আমাদের কারখানা চায়নায় অবস্থিত। আমরা চায়না থেকে গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্ডার পৌঁছে দিয়ে থাকি। এসব কাপড় থেকে শার্ট, টি-শার্ট, জ্যাকেট তৈরি হয়ে থাকে। মেলায় ক্রেতাদের ব্যাপড় সাড়া পাওয়া যাচ্ছে। চার দিনের এই প্রদর্শনী বরিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং শুধু ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।