এম রাহিম নির্মিত ‘জংলি’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। জানা গেল, এটি হানা দিচ্ছে পৃথিবীর মানচিত্রেও। সম্প্রতি নায়ক সিয়াম আহমেদ ‘জংলি’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে জানিয়েছেন, ২৫ এপ্রিল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে দেখানো হবে সিনেমাটি। তিনি লিখেছেন, ‘জংলি শুধু বাংলাদেশে না, হানা দিচ্ছে পৃথিবীর মানচিত্রে।’ এটিতে আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি। বিশ্বব্যাপী সিনেমাটির মুক্তির বিষয়ে দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন, কাতার ও ওমানে সিনেমাটি মুক্তির বিষয়ে চূড়ান্ত হয়েছে। বিদেশে সিনেমাটির পরিবেশক হিসেবে থাকবে যথাক্রমে স্বপ্ন স্কেয়ারক্রো, বঙ্গজ, রিভেরি।