এবার ঈদে প্রচার হবে সাড়ে পাঁচ শতাধিক নাটক। আরও রয়েছে কিছু ওয়েব ফিল্ম। কয়েক বছর ধরে প্রায় নিষ্ক্রিয় টিভি মিডিয়ার কারণে বিভিন্ন অ্যাপস ও ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল, বেশ কয়েকটি স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের চ্যানেলে নিয়মিত কনটেন্ট রিলিজ হচ্ছে। কেমন হবে এবারের ছোট পর্দার ঈদ, জানাচ্ছেন - পান্থ আফজাল
বাজেট বেশি, টিভিতে কমেছে নাটক
বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে, টেলিভিশন চ্যানেলে বাজেট বেড়ে যাওয়ায় চ্যানেলগুলোতে কমেছে নাটকের সংখ্যা। এমনিতেই ঈদের নাটকে স্বাভাবিকভাবেই বাজেট বেড়ে যায়। কারণ, ঈদ যতই ঘনিয়ে আসে ততই চিত্রগ্রাহক, রূপসজ্জাকারী, লাইট ক্রু, প্রোডাকশন বয় থেকে শুরু করে সবাই পারিশ্রমিক বেশি দাবি করেন। তাই এ সময়টাতে বাজেট বৃদ্ধি করতে বাধ্য হতে হয়। ফলে টিভিগুলো নাটক বানাতে নিরুৎসাহিত হচ্ছে।
শুটিং কমেছে, এডিটিংয়ে ব্যস্ততা চলছে
খোঁজ নিয়ে জানা গেছে, রোজার ছয় মাস আগেই সাধারণত শুরু হয়েছে ঈদ নাটক ও টেলিছবির কাজ। তাই এখন বেশির ভাগ অভিনয়শিল্পীর ব্যস্ততা কম। কারণ অনেক আগেই তারা তাদের হাতে থাকা নাটকের কাজ শেষ করেছেন। এখন শুটিং কমলেও বেড়েছে এডিটিংয়ের ব্যস্ততা। পাশাপাশি চ্যানেলে ঈদের কাজগুলো জমা দিচ্ছেন নির্মাতারা।
কমেডি-রোমান্টিক ও পারিবারিক গল্প
প্রতি ঈদে সাধারণত হাসির নাটকের আধিক্য থাকে বেশি। তবে এবারের ঈদ আয়োজনে কমেডি নাটকের পাশাপাশি রোমান্টিক ও পারিবারিক আবহের গল্প নিয়েও নির্মাতারা কাজ করেছেন। অন্যদিকে খণ্ড নাটকের পাশাপাশি ঈদ ধারাবাহিক নিয়েও হাজির হবেন নির্মাতা-তারকা।
সর্বাধিক নাটকের জুটি নিলয়-হিমি
নিলয়-হিমি জুটি এবারও বেশি কাজ করছেন জুটি হিসেবে। দুজনের নাটকের সংখ্যা ১৫ ছাড়াতে পারে। তারা এরই মধ্যে বেশকিছু নাটকে কাজ করেছেন। চাঁদরাত পর্যন্ত থাকবে তাদের ব্যস্ততা। তৌসিফ মাহবুবের নতুন-পুরোনো মিলিয়ে ১৫টির মতো নাটক প্রচার হবে ঈদে। কেয়া পায়েল, তাসনুভা তিশা, আরশ খান, সামিরা খান মাহি, তানিয়া বৃষ্টি, খায়রুল বাসার, ইয়াশ রোহান, তটিনী, মায়মুনা মম, নাজনীন নেহা ছাড়াও অনেকে ঈদে কাজ করেছেন। ঈদে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন অনিমেষ আইচের পরিচালনায় অভিনয় করেছেন ‘মিশন মুন্সীগঞ্জ’ সিরিজে। পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘কোনো একদিন’ নাটকে। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। এ জুটি হাজির হবেন দম্পতির চরিত্রে। শাহেদ শরীফ ও তানজিকা আমিনকে নিয়ে অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত বানিয়েছেন নাটক ‘সামনে সমুদ্র’। মোশাররফ করিম অভিনয় করেছেন জিয়াউদ্দিন আলমের ‘খুচরা পাপী’ নাটকে। এটি প্রচার হবে এনটিভিতে। এ ছাড়াও শামীম জামানের পরিচালনায় ‘স্বামীর সুখ মনে মনে’, ‘বউ হইতে সাবধান’ নাটকে তাঁকে দেখা যাবে। চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন অনিমেষ আইচের পরিচালনায় ‘মিশন মুন্সীগঞ্জ’ নাটকে।
অমির ‘হাউ সুইট’ ও রাফির ‘আমলনামা’
কাজল আরেফিন অমি পরিচালিত এবং জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, পাভেল অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ আসছে ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। অন্যদিকে জাহিদ হাসান, তমা মির্জা, সারিকা সাবরিন, গাজী রাকায়েত, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন, কামরুজ্জামান কামুসহ অনেকেই।
বেশি বাজেট, তারকাদের পারিশ্রমিক
ইউটিউব নাটকের বাজেট টিভি নাটকের চেয়ে বেশি। তারপরও এ মাধ্যমের জন্য বেশি নাটক তৈরি হচ্ছে। যদিও ইউটিউবের নাটকগুলো তিনগুণ বেশি বাজেট দিয়ে নাটক নির্মাণ শুরু করছে। এদিকে জানা গেছে, একটি নাটকের পারিশ্রমিক হিসেবে মুশফিক আর ফারহান সর্বোচ্চ ৫ লাখ করে নিয়ে থাকেন, যেখানে তাঁর সমসাময়িক অনেকেই নেন ৩ থেকে ২ লাখ ৫০ হাজার, কেউ কেউ আবার ২ লাখ। তবে কিছু পুরাতন ও নতুন প্রজন্মের পরিচিতি অভিনেতা-অভিনেত্রী ১ লাখ করেই নাটকের পারিশ্রমিক নিয়ে থাকেন।
ঈদের নাটকে নতুন শিল্পীই বেশি
এবারের নাটকগুলোতে নতুন শিল্পীই বেশি কাজ করেছেন। এর আগে ছোট পর্দার ঈদ নাটক মানে জাহিদ হাসান, মোশররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নিশো, মেহজাবীন প্রমুখের আধিক্য দেখা যেত। এবার ওটিটি ও সিনেমায় কাজ করার কারণে অনেক পরিচিত মুখই নাটকে নেই।
নতুনের পাশাপাশি পুরোনো কাজও আসবে
ওটিটিসহ নানা মাধ্যমের কাজে ব্যস্ততা বাড়ায় অনেক পরিচিত তারকার উপস্থিতি টিভি পর্দায় কম থাকবে। তবে নতুন নাটকের পাশাপাশি এবার পুরোনো কিছু কাজও প্রচার হবে।