বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সারিকা সাবরিন। সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। সেই পরিপ্রেক্ষিতে গতকাল তিনি উত্তরায় শেষ করেছেন একটি নাটকের কাজ। নাটকের নাম ‘তুসি’। যার গল্প লিখেছেন মাহাদী হাসান টিংকু। নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা সরকার রওনক রিপন। সারিকা ছাড়াও অভিনয়ে আরও রয়েছেন শ্যামল, গুনগুন, ফারিহা শামস সেঁউতি, অনিন্দিতা আফজাল মৌটুসী, বিপ্লব আদিত্য, তানভার রিজভী, হারুনুর রশীদ প্রমুখ। নির্মাতা রওনক বলেন, ‘অবশেষে সুন্দর একটি গল্পের কাজ শেষ করেছি। ধন্যবাদ জানাই পুরো টিমকে।
আশা করছি, ভালো একটি কাজ সামনেই দেখতে পাবেন সবাই।’
এতে ডিওপি হিসেবে ছিলেন শরিফ রানা ও প্রধান সহকারী পরিচালক মনির, রাহুল। এদিকে সারিকা বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্রতি মনোযোগী। সম্প্রতি তিনি রায়হান রাফির ‘মায়া’ ওয়েব ফিল্ম করেছেন, যা প্রশংসিত হয়েছে। সারিকা বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার আমি’ নিয়মিত উপস্থাপনা করছেন।
তিনি বলেন, ‘সামনে কিছু ওয়েব নিয়ে কথা চলছে। আর ভালো গল্প ও স্ক্রিপ্ট পেলে সিনেমায় কাজ করতে চাই।’