ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি স্পর্শিয়া পবিত্র রমজান উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে উল্লেখ করেছেন যে, ‘রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক।’ অর্চিতা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রমজান হলো আত্মা, মন ও শরীরকে পরিশুদ্ধ করার মাস। আপনার রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক এবং হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হোক। রমজান মোবারক।’ সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেনের ভাষ্য, ‘রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজনের কথায়, ‘দোয়া এবং ভালোবাসা রইল রামাদান মুবারক।’ উল্লেখ্য, স্পর্শিয়া অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাস্যুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এরই মধ্যে তিনি এক থেকে দুই হয়েছেন মানে সিঙ্গেল লাইফ থেকে বিবাহিত জীবনে প্রবেশ করেছেন। ফলে স্বামীর সঙ্গে বিদেশ-বিভুঁইয়ে ঘুরে বেড়ানো আর সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। তবে স্পর্শিয়া ফের নাটকে ফিরেছেন। নাটকে ফিরেই করেছেন বেশ কিছু নাটক, যা দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন।