দেশের সিনেমায় এ সময়ের অন্যতম খলনায়ক এল আর খান সীমান্ত। যার কখনোই নায়ক হওয়ার স্বপ্ন ছিল না, চেয়েছিলেন ভিলেন হতে। এ মডেল-অভিনেতাকে শাকিব খানের বিপরীতে ভিলেন রূপেই দেখা গেছে বেশি। তাঁর সঙ্গে কথা বলেছেন - পান্থ আফজাল
নতুন কাজের কোন খবর রয়েছে?
অনেক সিনেমায় কাজ করছি। এর মধ্যে সঞ্জয় সমাদ্দার দাদার ‘ইনসাফ’ করছি। এরপর রয়েছে শিহাব শাহীন ভাইয়ের ‘দাগী’। সম্প্রতি যুক্ত হয়েছি আলোক হাসানের ‘টগর’-এ। শিগগিরই কাজ শুরু করব।
তিনটি মুভিতেই কি খল চরিত্রে?
একটু অন্য টাইপের। সঞ্জয় সমাদ্দার দাদার ‘ইনসাফ’- এ যে চরিত্র করেছি সেটি একটু ভিন্ন। আর শিহাব শাহীন ভাইয়ের ‘দাগী’তে ক্যারিয়ারে বেস্ট একটি চরিত্র করছি। যেখানে আমাকে স্নাইপার শুটার হিসেবে দর্শক পাবেন। যদিও শিহাব শাহীন ভাই আমাকে অন্য ক্যারেক্টার করতে বলেছিলেন, যেখানে আমাকে চুল ফেলে দিতে হতো। কিন্তু আমি বলেছি, ভাই চুলটা আমার শখের। এটা ফেলতে চাই না। যেহেতু চুল কাটতে চাইনি তাই তিনি বললেন, তাহলে স্নাইপার শুটার চরিত্রটিই কর। আলোক হাসান ইয়াং ডিরেক্টরদের মধ্যে ভালো করছেন। তাঁর টগরে খল চরিত্রই করছি। যেটি দর্শকদের কাছে ভিন্নরকম লাগবে।
তাহলে নিশো, রাজ আর আদরের সঙ্গে...
হ্যাঁ। নিশো ভাইকে নিয়ে কী আর বলব! অসাধারণ একজন ভার্সেটাইল অভিনেতা। আর আদর আজাদ এ সময়ের খুবই স্মার্ট একজন অ্যাকশন হিরো। আর রাজ ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই পরিচয়। আসলে তিনজন খুবই পপুলার হিরো।
নেগেটিভ চরিত্র করতে পছন্দ?
পজিটিভ চরিত্র করতে কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করি না। নেগেটিভ চরিত্র আমাকে খুবই টানে। অভিনেতা তো সব জায়গায়ই অভিনেতা। তবে লুক, অ্যাকটিভিটিস মিলে নেতিবাচক চরিত্রই আমার কাছে পারফেক্ট বলে মনে হয়। হিরো চরিত্র করব সেটা কখনোই মন থেকে আসে না। মন থেকে নেতিবাচক বিষয়ই বেশি টানে।
ভিলেন চরিত্র করা কতটা চ্যালেঞ্জিং মনে হয়?
চ্যালেঞ্জ তো আগেও ছিল, এখনো আছে বলে মনে করি। তবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করাটা পছন্দ করি। এখন তো অনেক হিরো আছে কিন্তু ভিলেন খুব কম। হাতে গোনা পাঁচ-ছয়জন। যারা আছেন তারাও ভালো করছেন। চ্যালেঞ্জ তো থাকবেই, কাজ করতে হবে।
ফিল্ম আধিপত্য এখন কি নাট্যনির্মাতাদের হাতে?
সেটা সত্যি। তবে ফিল্মে কিন্তু চেঞ্জ আসছে। এফডিসিকেন্দ্রিক মুভি আগে অনেক হয়েছে, ভালো ভালো কাজ হয়েছে। এখন হয়তোবা ইনভেস্টরের অভাব।
শাকিব খানের ভিলেন বলে...
এটা খুবই সৌভাগ্যের। আমি ‘প্রিয়তমা’, ‘নবাব এল এল বি’তে, ‘লিডার আমিই বাংলাদেশ’-এ কাজ করেছি তাঁর সঙ্গে; ভালো রিলেশনও আছে। শাকিব ভাইয়ের সঙ্গে ‘প্রিয়তমা’ হচ্ছে আমার লাইফের অ্যাসেট।
শাকিব খান প্যারালাল হিরো, কো-আর্টিস্টকে গুরুত্ব দেন না...
জায়গা কারও দিতে হয় না, নিতে হয়। শাকিব ভাই কো-আর্টিস্টকে জায়গা দেবেন না এটা কিন্তু ভুল। জায়গা কেড়ে নেওয়ার মতো কিছু নেই। ওনার যা পাওয়ার সেটা পান। অন্যকে যা দেওয়ার সেটাও দেন।
ওয়েবেও কি কাজ করবেন?
ভালো গল্প ও আমার মনের মতো চরিত্র হলে ডেফিনেটলি ওয়েব করব। নেগেটিভ টাইপের চরিত্র হলেই করব। তবে নাটক করব না। বিজ্ঞাপন করছি।
ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে প্রত্যাশা?
চাই ফিল্ম ইন্ডাস্ট্রি ফের সোনালি সময়ে ফিরে আসুক। ছোটবেলায় চাল ও মুরগি চুরি করে সিনেমা দেখতে হলে যেতাম। এখনো সেই টান আছে। তাই চাই মানুষও হলে গিয়ে সিনেমা দেখুক।