ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন তিনি।
এসময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে জনগণের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছি। মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যা জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের উদ্দীপনা ও বিশ্বাসকে প্রকাশ করছে। আগামীতে নারায়ণগঞ্জ ও বন্দরের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসেংযোগর সময় ভোটাররা অবকাঠামোগত উন্নয়ন,বাজার ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা, কিশোরদের ক্রীড়া সুবিধার অভাব, নিরাপত্তাজনিত উদ্বেগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
কর্মসূচিতে মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা ও কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল