সিলেট–১ আসনে মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তে সিলেট–৪ আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে সিলেট–১ আসন থেকে সরে গিয়ে সিলেট–৪ আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন আরিফুল। এর আগে তিনি এই আসন থেকে নির্বাচন করতে অনীহা প্রকাশ করেছিলেন।
শুক্রবার (৭ নভেম্বর) ওই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন আরিফুল হক চৌধুরী। নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন । পরে রাধানগর এলাকায় বিএনপির প্রয়াত নেতা দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আরিফুল হক চৌধুরীর আসন পরিবর্তনের সিদ্ধান্তে শুরুতে কিছুটা বিভ্রান্তি থাকলেও এখন তারা মাঠে নামতে প্রস্তুত। আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে জানিয়েছেন দলের নেতারা।
বিডি-প্রতিদিন/সুজন