গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ভোটারদের মন জয় করতে সবাইকে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার উন্নয়ন–কর্মকাণ্ডগুলো তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া আদর্শগ্রাম সর্বজনীন রাস মন্দিরে রাসপূজা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। ব্যক্তিগতভাবেও ভোটারদের মন জয় করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
বিডি-প্রতিদিন/এমই