খাগড়াছড়িতে জেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শুক্রবার বিকেলে র্যালিটি খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়।
সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদূদ ভূঁইয়ার ছবি সম্মিলিত প্লেকাড ধানের শীষের প্রতীক নিয়ে নেতাকর্মীরা র্যালি ও সমাবেশে অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার। আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ অনিমেষ চাকমা রিঙ্কু, আবদুর রউফ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুল আলম সবুজ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা। বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম