সমাজে আইনশৃৃঙ্খলা পরিস্থিতি অবনতির সূচক হিসেবে গণ্য হয় অজ্ঞাত লাশ। এ বিচারে দেশ এখন উদ্বেগজনক অবস্থানে। কারণ অনাকাক্সিক্ষত হারে অজ্ঞাত লাশ বৃদ্ধি জনগণের, বিশেষ করে নাগরিক জীবনে নিরাপত্তাহীনতার বড় প্রামাণিক দলিল হয়ে দাঁড়াচ্ছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ফুটপাত, রেলস্টেশন বা ডাস্টবিনের পাশে প্রায়ই পড়ে থাকতে দেখা যাচ্ছে কারও না কারও নিথর দেহ। অক্টোবরে এমন হতভাগ্যের সংখ্যা ছিল ৬৬। হাসপাতালের মর্গে থাকা পরিচয় নিশ্চিত না হওয়া, ‘বেওয়ারিশ’দের দাফন দীর্ঘদিন ধরে সম্পন্ন করছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এ বছর প্রথম ৯ মাসে তারা প্রায় ৫০০ অজ্ঞাত পরিচয় মৃতদেহ কবর দিয়েছে। মানবাধিকার সংগঠনের তথ্য বলছে- সব মিলে ১০ মাসে ৫৫৮টি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই তারা লাশ উদ্ধারের খবর জানিয়েই দায় সারছে। অস্বাভাবিক-অপঘাত মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যা এসব উদ্ঘাটন এবং পরিচয় উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের কর্তব্য। আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিভাগ এগুলো সম্পাদন করবে। অথচ ‘মৃত ব্যক্তির পরিচয় পাওয়া সম্ভব হয়নি’ এই মর্মে পুলিশের ছাড়পত্র না পাওয়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন ধরে বেশ কিছু মৃতদেহ পড়ে আছে, দাফন-সৎকারের অপেক্ষায়। মৃতদেহ উদ্ধার থেকে শুরু করে সুরতহাল, মর্গে পাঠানো, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা এবং পরিচয় জানা সম্ভব না হলে সৎকারের অনুমতি দেওয়া পর্যন্ত দীর্ঘ কাজের ঘাটে ঘাটে রয়েছে অবহেলা, সময় ক্ষেপণ, সমন্বয়ের অভাব। এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। এসব ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও রয়েছে। সব ক্ষেত্রেই নাকি টাকা লাগে। প্রশ্ন- এই মৃতদেহগুলো টাকা দেবে কোত্থেকে? সবাই ভুলে যায় যে, পথে-ঘাটে, মর্গে পড়ে থাকা মানুষগুলো, নারী-শিশু-বৃদ্ধ-যুবা, কারও না কারও আত্মার আত্মীয়, নাড়িছেঁড়া ধন, প্রিয়জন ছিল। পরিবার, সমাজ তাদের রক্ষা করতে পারেনি। মৌলিক মানবিক প্রয়োজনগুলো পূরণ হয়নি। এমনকি রাষ্ট্র তাদের দাফন বা সৎকারের শেষ প্রাপ্যটুকু প্রদানেও আমলাতন্ত্রের লাল ফিতা বেঁধে রাখছে, ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ গ্লানি ঘোচানো উচিত সরকারের। অকাল-অপঘাত মৃত্যুর কারণ খুঁজে তা রোধ করুন।
শিরোনাম
- ইসলামি আলেমের সম্ভাব্য সফর প্রসঙ্গে ভারতের মন্তব্য ঢাকার নজরে এসেছে
- ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- দুই বছরে দেড় লাখ মৃত্যু, কেন রক্তে ভাসছে সুদান
- আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক : গয়েশ্বর
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২৩ জনের মৃত্যু
- কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস
- বিরোধীদের দাবি ৭০০ নিহত, সরকার বলছে ‘বিচ্ছিন্ন ঘটনা’
- গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
- ‘তালেবান সরকারকে না জানিয়েই দুই আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান’
- বিদেশে নেওয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
- ক্যারিবীয় সাগরে আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ৩
- জাপানে ভালুকের আক্রমণ ঠেকাতে মাঠে নামছে সেনাবাহিনী
- চীনের চমক, মানুষের সঙ্গে মহাকাশে চার ইঁদুর!
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় জাতি
অজ্ঞাত লাশ বাড়ছে
জননিরাপত্তাহীনতার প্রামাণিক দলিল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর